ভারতীয় রেল: ট্রেনের বগিতে এই পাঁচ অঙ্কের কোড লেখার অর্থ কী জানেন
যে কারণে ট্রেনের বগিতে পাঁচ অঙ্কের কোড লেখা থাকে
Indian Railways: ভারতীয় রেলকে দেশের ‘লাইফ লাইন’ বলা হয়। এর মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছায়। রেলে ভ্রমণ করা যেমন আরামদায়ক তেমনি খরচের দিক দিয়েও সাশ্রয়ী। তবে ট্রেন সম্পর্কিত এমন অনেক তথ্য রয়েছে যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। এরই মধ্যে একটি হল আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন ট্রেনের গায়ে পাঁচ অঙ্কের সংখ্যা লেখা থাকে। কিন্তু কেন জানেন?
বর্তমানে ভারতীয় রেলের পরিষেবা ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তবে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন এক্সপ্রেস ট্রেনের বগিতে ৫ অঙ্কের কোড লেখা থেকে। কিন্তু খুব কম মানুষই এই নম্বরটি সম্পর্কে জানেন। কিন্তু আপনি কখনো ভেবেছেন এই সংখ্যাটির অর্থ কি বা কেনই বা লেখা হয়? এবার জেনে নেওয়া যাক..
ট্রেনের প্রতিটি বগিতে লেখা পাঁচ অঙ্কের সংখ্যাটি দেখে বোঝা যায় যে সেই বগিটি কখন তৈরি হয়েছিল এবং বগিটির বিভাগ সম্পর্কে তথ্য দেয়। ধরুন, কোনো বগিতে 14547 লেখা রয়েছে, তাহলে প্রথম দুটি সংখ্যা দেখে বোঝা যায় যে বগিটি ২০১৪ সালে তৈরি। এবার যদি 98337 লেখা থাকে, তাহলে ওই বগিটি ১৯৯৮ সালে তৈরি।
এবার জেনে নেওয়া যাক ওই পাঁচ অঙ্কের শেষ তিনটি সংখ্যার বিষয়ে। প্রথম ক্ষেত্রে (14547) এই বগিটি সাধারণ ২য় শ্রেণীর এবং দ্বিতীয় ক্ষেত্রে (98337) বগিটি দ্বিতীয় শ্রেণীর স্লিপার। বিস্তারিতভাবে বুঝতে নিচের চার্টটি দেখতে পারেন।
- 001-025 : এসি ফার্স্ট ক্লাস
- 026-050 : কম্পোজিট 1AC + AC-2T
- 051-100 : AC-2T
- 101-150 : AC-3T
- 151-200 : CC (AC চেয়ার কার)
- 201-400 : SL (দ্বিতীয় শ্রেণীর স্লিপার)
- 401-600 : GS (সাধারণ দ্বিতীয় শ্রেণী)
- 601-700 : 2S (দ্বিতীয় শ্রেণী সিটিং/জন শতাব্দী চেয়ার ক্লাস)
- 701-800 : সিটিং কাম লাগেজ রেক
- 801 + : প্যান্ট্রি কার, জেনারেটর বা মেইল
তাই পরের বার যখন আপনি ভারতীয় রেলে ভ্রমণ করবেন, তখন আপনি আপনার বগির বাইরে লেখা নম্বর দেখে সহজেই বুঝতে পারবেন যে বগিটি কখন তৈরি হয়েছিল এবং এটি কোন শ্রেণির।