বুদ্ধির খেলা: কেবল ১% মানুষই এই ছবিতে থাকা যুবতীটির নাম বলতে সক্ষম হবেন!

ছবিতে থাকা এই যুবতীর নাম বলতে পারলে আপনি জিনিয়াস!

Brain Teaser: সময় বদলালেও ধাঁধা নিয়ে মানুষের ক্রেজ (Craze) আজও এতটুকু কমেনি। তবে এখন সমস্ত জিনিসটাই মোবাইলের মধ্যেই সীমাবদ্ধ। এখন ইন্টারনেটের বিভিন্ন প্লাটফর্মে নানারকম ধাঁধাগুলি ভাইরাল (Viral) হতে দেখা যায়। তাই মানুষও এ জাতীয় চ্যালেঞ্জগুলি গ্রহণ করেন। এগুলি যেমন মজাদার তেমন আকর্ষণীয় হয়ে থাকে।

বিশেষজ্ঞরা বলছেন, আপনি যত ধাঁধা সমাধান করার চেষ্টা করবেন আপনার মস্তিষ্কের সংযোগকারী কোর্সগুলি আরো সক্রিয় হয়ে উঠবে। ফলে যে কোন সিদ্ধান্তকেই আপনি সহজে নিতে পারবেন। যাইহোক এই প্রতিবেদনে তেমন একটি ধাঁধার চ্যালেঞ্জ নিয়ে আসা হয়েছে যা আপনাকে সমাধান করতে হবে।

Image

দাবী করা হয়েছে, ১% মানুষই এই ধাঁধাটির সমাধান করতে সক্ষম হবেন। ছবিতে দেখতে পাচ্ছেন একটি যুবতীর পাশে দুটি সাংকেতিক চিহ্ন। একটি কোন একটি দেশের ম্যাপের লোগো আর নিচে একটি ইংরেজি শব্দ ‘No’-এর লোগো। এখন আপনাকে এই দুই সাংকেতিক চিহ্ন মিলিয়ে বলতে হবে ছবিতে থাকা মেয়েটির নাম কী হবে।

তবে হাতেগোনা কয়েকজনই এই ধাঁধাটির সমাধান করতে পেরেছেন। এমনকি বড় বড় বুদ্ধিজীবীরাও (Intellectuals) এই ধাঁধাটির সমাধান করতে ব্যর্থ হয়েছেন। বিশেষ বিষয় হল, আপনি যদি ভূগোলের ছাত্র হন তাহলে সহজেই এই ধাঁধাটি সমাধান করতে পারবেন। তবে ইতিমধ্যেই যারা এই মেয়েটির নাম বলতে সক্ষম হয়েছেন, তারা সত্যিকারেরই জিনিয়াস।

Image

তবে আপনার ক্ষেত্রেও যদি এখনও এই ধাঁধার রহস্য কঠিন বলে মনে হয় তাহলে চিন্তা করার কিছু নেই, আমরা বিশ্লেষণের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। আসলে ওই দেশের ম্যাপটি কঙ্গো (Congo) দেশের আর তার নিচেই রয়েছে ইংরেজি ‘No’, যায় বাংলার অর্থ ‘না’। এবার এই সাংকেতিক দুটি মিলিয়ে হয় কঙ্গো+না। সুতরাং, ছবিতে থাকা যুবতীর নাম হবে কঙ্গনা (Kangana)।