২০২৩-র ভিড়ে একটি ২০৩৩ লুকিয়ে রয়েছে, ১০ জনের মধ্যে ১ জনই খুঁজে পাবেন!

কেবল ১০% মানুষই খুঁজে পাবেন লুকিয়ে থাকা ২০৩৩-কে

Optical Illusion: শিশু হোক থেকে বৃদ্ধ যে কেউই চাইলে অপটিক্যাল ইলিউশনের মাধ্যমে নিজের মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করতে পারে। দৃষ্টি বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন হল চোখের ধাঁধা। হামেশাই নানারকম অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। একঘেয়েমি দূর করতে এগুলিকে আবার অনেকেই সমাধান করতেও বেশ পছন্দ করেন।

আসলে এই জাতীয় ধাঁধাগুলি থেকে খুঁজে বের করতে হয় নানা রকম অবয়ব, অক্ষর ইত্যাদি। এবার পালা আপনার নিজের বুদ্ধির পরীক্ষা করে নেওয়ার জন্য আপনি কি প্রস্তুত? যে কোনও অপটিক্যাল ইলিউশন খুঁজে বার করতে পারলে বা সমাধান করতে পারলে বোঝা যায় যে, মানুষটির বুদ্ধির জোর এবং আইকিউ কতটা!

যাইহোক এই প্রতিবেদনে তেমনই একটি ধাঁধার ছবি নিয়ে আসা হয়েছে, যা আপনাকে লুকিয়ে থাকা সংখ্যাটি খুঁজে বের করতে হবে। ছবিতে দেখতে পাচ্ছেন একটি হলুদ ব্যাকগ্রাউন্ডের উপরে কালো রঙের ২০২৩ সংখ্যাটি সারি সারিভাবে লেখা রয়েছে। তবে এরই মধ্যে লুকিয়ে রয়েছে একটি ২০৩৩!

লুকিয়ে থাকা সংখ্যাটিকে খুঁজতে অনেকেই হিমশিম খাচ্ছেন। দাবি করা হয়েছে, ১০ সেকেন্ডের মধ্যে এই চ্যালেঞ্জটি সম্পন্ন করতে হবে। তবে যারা কয়েক সেকেন্ডের মধ্যেই  ২০৩৩-কে খুঁজে পেয়েছেন মানতেই হবে তাদের দৃষ্টিশক্তি খুবই প্রখর।

Image

কিন্তু এখনো যারা লুকিয়ে থাকা সংখ্যাটি খুঁজে পাননি তাদের চিন্তা করার কিছু নেই নিচে হাইলাইট করে বুঝিয়ে দেয়া হয়েছে। ২০৩৩ সংখ্যাটি রয়েছে নবম সারির একেবারে ডান দিকের কোনে। তবে আপনি যত কঠিন ধাঁধার সমাধান করার চেষ্টা করবেন আরও বেশি স্মার্ট হয়ে উঠবেন এবং এগুলি আপনার সৃজনশীল ক্ষমতাকেও বাড়িয়ে তুলবে।