শেহবাগকে একজনের প্রশ্ন ‘ধোনি আপনার ক্যারিয়ার শেষ করেছে’, উত্তরে তিনি যা বললেন

প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে বারবারই অভিযোগ ছিল যে তিনি টিম ইন্ডিয়ার অনেকেরই ক্যারিয়ার শেষ করেছেন। এবার একই প্রশ্ন বীরেন্দ্র শেহবাগকে করতেই বিপাকে পড়েন এক টুইটার ব্যবহারকারী।

শেহবাগ যা উত্তরে বললেন, তাতেই তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন। এই উত্তর শোনার পর হয়তো আর কেউ তাকে এমন প্রশ্ন করার সাহস পাবে না।

Twitter trolls Sehwag after he sends a two line application for coach's job | Business Standard News

টুইটারে বীরেন্দ্র শেহবাগ সর্বদা তাঁর অনন্য স্টাইলে জবাব দেওয়ার জন্য পরিচিত। বছর তিনেক আগে এমনই কিছু ঘটেছিল। আসলে সেদিন ছিল মহেন্দ্র সিং ধোনির জন্মদিন এবং তিনি তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুভেচ্ছাবার্তা জানিয়েছিলেন।

শেহবাগ সোশ্যাল মিডিয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে স্টাম্পিং এড়াতে ধোনির পা প্রসারিত করা একটি ছবি শেয়ার করে লেখেন, ‘শুভ জন্মদিন। আপনার জীবন এই প্রসারিতের চেয়েও দীর্ঘতর হোক এবং আপনি আপনার জীবনে স্টাম্পিংয়ের চেয়েও দ্রুত হতে পারেন। সুখী হও ওম ফিনিশায় নমঃ।”

वीरेंद्र सहवाग

টুইটারে ধোনিকে অভিনন্দন জানানোর সাথে সাথেই তারই এক অনুরাগী মন্তব্য করেন যে, ‘শেহবাগ স্যারের ক্যারিয়ারের ফিনিশারকে জন্মদিনের শুভেচ্ছা।’ এরপরে তিনি তাৎক্ষণিকভাবে তার মন্তব্যের একটি উপযুক্ত জবাব দিয়ে লিখেছিলেন, ‘ভুল কথা।’ 

वीरेंद्र सहवाग

বীরেন্দ্র শেহবাগ ধোনির নেতৃত্বে দীর্ঘদিন ক্রিকেট খেলেছেন। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়। আর এই দুটি টুর্ণামেন্টেই ভারতীয় দলের ওপেনারের দায়িত্বে ছিলেন বীরেন্দ্র শেহবাগ।

Virender Sehwag Wishes MS Dhoni On His Birthday | The SportsRush

তবে ২০১২ সালের পরই ভারতীয় দলের বাইরে যেতে হয়েছিল বীরেন্দ্র শেহবাগকে। এমনকি ২০১৫ বিশ্বকাপেও দলে জায়গা হয়নি তার। কিছু ক্রিকেট বিশেষজ্ঞ ও অনুরাগীরা মনে করেন যে, ধোনির কারণে বীরেন্দ্র শেহবাগের ক্রিকেট ক্যারিয়ার শেষ হয়েছিল।