৫ ভারতীয় ক্রিকেটার, যারা সর্বাধিক টেস্ট ম্যাচে নেতৃত্ব দিয়েছেন

অধিনায়ক বিরাট কোহলির অসাধারণ নেতৃত্ব এবং দুই বছরের কঠোর পরিশ্রম ও নিরলস প্রচেষ্টায় ভারতীয় দল বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে। আর নিউজিল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হয়ে ভারতীয় অধিনায়ক হিসেবে সর্বোচ্চ টেস্ট খেলার রেকর্ড গড়লেন বিরাট কোহলি। 

আজকের প্রতিবেদনে রয়েছে, যে ৫ ভারতীয় অধিনায়ক সর্বোচ্চ টেস্ট ম্যাচে নেতৃত্ব দিয়েছেন; এবার তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক:- 

৫) সুনীল গাভাস্কার: ৪৭ ম্যাচ

The Sunil Gavaskar book of Test batting – Is it still valid in the modern era?

১৯৭৬ থেকে ১৯৮৫ সাল অব্দি ভারতীয় টেস্ট দলের অধিনায়ক ছিলেন সুনীল গাভাস্কার। এই সময়ের মধ্যে তিনি ৪৭টি ম্যাচে তিনি নেতৃত্ব দেন। যার মধ্যে ভারতীয় দল ৯টি জয়, ৮টি হার এবং ৩০টি ড্র-র মুখোমুখি হয়েছিল।

৪) মোহাম্মদ আজহারউদ্দিন: ৪৭ ম্যাচ

Mohammad Azharuddin's International career in numbers

১৯৯০ থেকে টানা ৯ বছর টেস্ট দলের অধিনায়ক ছিলেন মোহাম্মদ আজহারউদ্দিন। এই সময়ের মধ্যে তিনি ৪৭টি ম্যাচে তিনি নেতৃত্ব দেন। যার মধ্যে ভারতীয় দল ১৪টি জয়, ১৪টি হার এবং ১৯টি ড্র-র মুখোমুখি হয়েছিল।

৩) সৌরভ গাঙ্গুলী: ৪৯ ম্যাচ

New book: Sourav Ganguly writes about crying, 'The End' and his father's death - IBTimes India

২০০০ সালে নেতৃত্ব হাতে পেয়ে ভারতীয় দলের ভাগ্য পরিবর্তন করেছিলেন সৌরভ গাঙ্গুলী। তারই হাত ধরে এসেছিল একগুচ্ছ তরুণ তুর্কি, যারা পরবর্তীকালে দলকে আরও মজবুত করেছিল। সৌরভ গাঙ্গুলী টানা ৫ বছরের মধ্যে তিনি ৪৯টি ম্যাচে নেতৃত্ব দেন। যার মধ্যে ভারতীয় দল ২১টি জয়, ১৩টি হার এবং ১৫টি ড্র-র মুখোমুখি হয়েছিল। 

২) মহেন্দ্র সিং ধোনি: ৬০ ম্যাচ

Watch: Two years ago on this day, MS Dhoni shocked the cricketing world by retiring from

সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের সবচেয়ে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এই তালিকায় দ্বিতীয় স্থানে নেমে এসেছেন। ২০০৮ থেকে ২০১৪ সাল অবধি তিনি ৬০টি ম্যাচে নেতৃত্ব দেন। যার মধ্যে ভারতীয় দল ২৭টি জয়, ১৮টি হার এবং ১৫টি ড্র-র মুখোমুখি হয়েছিল।

১) বিরাট কোহলি: ৬১* ম্যাচ

India vs New Zealand, Day 2: Virat Kohli Keeps New Zealand At Bay In World Test Championship Final | Cricket News

চ্যাম্পিয়নশিপ টেস্টের ফাইনালে নেতৃত্ব দিতে গিয়ে বিরাট কোহলি অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড করলেন। ধোনির অবসর পরে ২০১৪ সালে টেস্ট দলের নতুন অধিনায়ক হন বিরাট। সেই থেকে এখনো অব্দি ৬১টি টেস্ট ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। যার মধ্যে ৩৬টি জয়, ১৪টি হার এবং ১০টি ড্র-র মুখোমুখি হয়েছে ভারতীয় দল।