‘মহাভারত’-এ কোয়েল দেব থেকে জিৎ, কে কোন চরিত্র পেলেন, একনজরে দেখে দেখে নিন

বলিউডে বিপুল সাফল্য লাভের পর এবার বাংলাতে আসতে চলেছে ‘মহাভারত’। বাংলা ইন্ডাস্ট্রির কে কোন কোন চরিত্রে অভিনয় করবেন সে নিয়েই প্রতিবেদনটি সাজানো হয়েছে। রামায়ণ হোক বা মহাভারত এই সমস্ত পৌরাণিক কাহিনী নিয়ে বহু হিন্দি চলচ্চিত্র বা হিন্দি সিরিয়াল তৈরি হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমে শোনা যাচ্ছে ফের নাকি ‘মহাভারত’কে নিয়ে বলিউডের বড় বাজেটে তৈরি হতে চলেছে। তাহলে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি কেন পিছিয়ে থাকবে, বলিউডে ঘোষণার পরপরই টলিউভ ও তার মহাভারতের চরিত্রদের লুক ঘোষনা করে দিল।

MAHABHARAT

বাংলা সিনেমায় যদি মহাভারত অবলম্বন করে সিনেমা তৈরি হয়, তাহলে মানুষের প্রশ্ন হল তাহলে কে কোন কোন চরিত্রে অভিনয় করবেন। আসলে বর্তমানে আমাদের বলে টলিউড ইন্ডাস্ট্রিতে দেব, জিৎ, মিমি চক্রবর্তী, কোয়েল মল্লিকের মত বহু খ্যাতনামা অভিনেতা ও অভিনেত্রীরা রয়েছেন।

MAHABHARAT

বর্তমানে ‘এ আই’ প্রযুক্তি কল্যাণে বহু অভিনেতা-অভিনেত্রীদের কোন একটি চরিত্র তাকে কতটা মানাবে সেটা আগেই যাচাই করে নেওয়া হয়, সে হলিউড হোক বা বলিউড। বর্তমানে কিছুদিন যাবত সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে একজন নেটিজেনের ‘এ আই’ দিয়ে বানানো টলিউডের মহাভারতের চরিত্রদের লুক। যা বর্তমানে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে।

MAHABHARAT

এই সমস্ত ছবিগুলোতে দেখা যাচ্ছে ‘দ্রৌপদীর’ ভূমিকায় কোয়েল মল্লিক, যিশু গুপ্তকে ‘কৃষ্ণের’ বেশে, বিক্রম চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্যকে দেখা যাচ্ছে অর্জুন এবং কর্ণের চরিত্রে। কুন্তীর চরিত্রে রয়েছেন ওপার বাংলার জনপ্রিয় নায়িকা জয়া আহসান। আবির চট্টোপাধ্যায় রয়েছেন যুধিষ্ঠিরের বেশে। এছাড়াও দেব, জিৎ এবং প্রসেনজিতের মত তাবড় তাবড় অভিনেতারা রয়েছেন তিন গুরুত্বপূর্ণ চরিত্রে, যেমন -‘ভীম’ হলেন দেব, ‘দুর্যোধন’ হলেন জিৎ, ভীষ্মের চরিত্রে রয়েছেন প্রসেনজিৎ।

MAHABHARAT

এছাড়াও রুদ্রনীল ঘোষকে ‘শকুনি’, অঙ্কুশ হাজরাকে ‘দুঃশাসন’, সোহিনী সরকারকে ‘হিড়িম্বার’ রূপে মেলে ধরা হয়েছে। সুদীপ মুখার্জিকে ‘দ্রোণাচার্য’, স্বস্তিকা মুখার্জী ‘মা গঙ্গা’, গৌরব চক্রবর্তী ‘সহদেব’ এবং অর্জুন চক্রবর্তীকে ‘নকুলের’ চরিত্রে সাজিয়ে তোলা হয়েছে। এই সমস্ত ছবি দেখে বাংলা সিনেমার নিয়মিত দর্শকরা মুগ্ধ হয়েছেন।