পারফরমেন্সের জন্য না, নিজের হাতে কেরিয়ার শেষ করেছেন এই ৫ ক্রিকেটার

একজন ক্রিকেটার যতদিন পর্যন্ত নিজের সেরাটা দিয়ে যান তাকে ছাঁটাই করার ক্ষমতা কারোরই থাকে না। অনেকই রয়েছেন দুরন্ত পারফরম্যান্স দিয়ে ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে গেছেন। তবে এমনও কিছু ছিলেন যারা কেরিয়ারের সেরা সময়ে নিজেদের ভুলের কারণে দল থেকে বাদ পড়েছিলেন।

👉🏻 ৫ ক্রিকেটার যারা পারফরমেন্সের জন্য নয় অন্য কারণে বাদ পড়েছিলেন দল থেকে:-

১) আম্বাতি রাইডু:

২০১৮ আইপিএলে আম্বাতি রাইডু দুর্দান্ত পারফরম্যান্স করে ভারতীয় দলে জায়গা করে নিয়েছিলেন এবং ধারাবাহিকভাবে দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন। কিন্তু ২০১৯ বিশ্বকাপে সুযোগ না পাওয়ায় তিনি প্রচন্ড ক্ষুব্ধ হন।

Happy that someone intelligent is batting at number four: Virat Kohli on Ambati Rayudu | Sports News,The Indian Express

মেজাজ হারিয়ে নির্বাচকদের নামে এমন কিছু মন্তব্য করেছিলেন, যার পরে আর কখনো জাতীয় দলে ফিরতে পারেন নি। বাধ্য হয়ে তিনি অবসর নিয়ে নেন।

২) কেভিন পিটারসেন:

ইংল্যান্ডের কেভিন পিটারসেন সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে গণ্য হতেন। তার কেরিয়ার যখন চূড়ান্ত পর্যায়ে তখনই তার জীবনে নেমে আসে কালো অন্ধকারের ছায়া।

Legends Month: The best of Kevin Pietersen | cricket.com.au

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের সাথে তার মোবাইলের চ্যাটিং ফাঁস হয়ে যায়, যা ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের চোখে খারাপ লাগে এবং তাকে দল থেকে বাদ দেওয়া হয়। সেই সাথে তার কেরিয়ারও শেষ হয়ে যায়।

৩) হ্যানসি ক্রোনিয়ে:

দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক হ্যান্সি ক্রোনিয়ে বিখ্যাত খেলোয়াড় হিসেবে প্রমাণিত হয়েছিলেন। কিন্তু ২০০০ সালে ভারত সফরে এসে ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে তার কেরিয়ারটি পুরো শেষ হয়ে যায়।

Sanjeev Chawla: ক্রোনিয়েকে ফাঁসানো জুয়াড়ি দেশে ফিরলো – Bengal Hour

তিনি দোষী প্রমাণিত হলে আজীবন নিষিদ্ধ হন এবং ২০০৩ সালে বিমান দুর্ঘটনায় মর্মান্তিকভাবে তাঁর মৃত্যু হয়।

৪) অ্যান্ডি ফ্লাওয়ার:

জিম্বাবুয়ের সর্বকালের সেরা ব্যাটসম্যান কথা বললে অ্যান্ডি ফ্লাওয়ার বিবেচ্য হন। একজন অসাধারণ ব্যাটসম্যান হওয়ার সাথে সাথে উইকেট-রক্ষকও ছিলেন। জিম্বাবুয়ের মত দুর্বল দলকে তিনি একা হাতে বারবার টেনে নিয়ে গেছেন।

Have We Been Fair To Andy Flower And His Unsung Legacy?

কিন্তু ২০০৩ সালে হঠাৎ জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের নীতিগুলির বিরুদ্ধে, তিনি একটি কালো ব্যান্ড পরে মাঠে নামেন। এর পরে দল থেকে বহিষ্কার করা হলে তার কেরিয়ারও শেষ হয়ে যায়।

৫) অ্যান্ড্রু সাইমন্ডস:

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের দুর্দান্ত অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস বড় অবদান রাখলেও বিতর্ক কখনো তার পিছু ছাড়েনি।

When Andrew Symonds knocked-down a streaker on pitch - Cricket Country

সিরিজের আগে টিম মিটিংয়ে যোগ না নিয়ে মাছ ধরতে যাওয়া, কিংবা মদ্যপানজনিত কারণগুলো অস্ট্রেলিয়া বোর্ডের বিরুদ্ধে চলে যায়। এই একই অভিযোগ তাঁর নামে বারবার ওঠে। এর ফলে দল থেকে বাদ পড়েন এবং আর কখনোই ফিরতে পারেন নি।