ইন্টারভিউ প্রশ্ন: ভারতবর্ষের কোন ব্যক্তিকে কখনো গ্রেফতার করা যায় না?

জানেন ভারতের কোন ব্যক্তিকে গ্রেপ্তার করা যায় না

Interview Questions: বিভিন্ন চাকরি পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হলে প্রার্থীরা ইন্টারভিউ দেওয়ার সুযোগ পান। তবে এই সময় প্রার্থীদের এমনভাবে ঘুরিয়ে প্রশ্ন করা হয়, যাতে তারা বিভ্রান্ত হয়ে পড়ে। বিগত কয়েক বছরে আইএএস-এর মত পরীক্ষার ইন্টারভিউতেও এমনই কিছু প্রশ্ন করা হয়েছিল, যা শুনে অনেকেই হতবাক হয়। এবার উত্তর সহ দেখে নেওয়া যাক…

১) প্রশ্ন: মানুষের সবচেয়ে বড় শত্রু কোন প্রাণী?
উত্তর: মশা। মশার কারণে প্রতিবছর গড়ে ৭ লক্ষ মানুষের প্রাণ হারায়।

২) প্রশ্ন: প্রাচীনকালে ভারতকে কি বলা হত? 
উত্তর: সোনার পাখি।

৩) প্রশ্ন: কোন পরিকল্পনায় ভারত ও পাকিস্তানের মধ্যে বিভাজন হয়েছিল?
উত্তর: মাউন্টব্যাটেন পরিকল্পনা।

৪) প্রশ্ন: ফেবিকল যে বোতলে ভরা থাকে তার সাথে লেগে যায় না কেন?
উত্তর: আসলে ফেভিকল বাতাসের সংস্পর্শে এলেই আটকে যায়।

৫) প্রশ্ন: মানুষ প্রথম চাঁদে পা রেখেছিল কত সালে?
উত্তর: ১৯৬৯ সালে। (মার্কিন মহাকাশচারী নীল আর্মস্ট্রং।)

৬) প্রশ্ন: মোবাইলে ব্যবহৃত সিম কার্ড এর পূর্ণরূপ কী?
উত্তর: সিম কার্ড এর পূর্ণরূপ হল — সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন মডিউল (Subscriber Identification Module)।

৭) প্রশ্ন: দেশের কোন রাজ্যকে ভারতের কোহিনুর বলা হয়?
উত্তর: অন্ধ্রপ্রদেশকে।

৮) প্রশ্ন: মানুষের চোখের ওজন কত?
উত্তর: একজন মানুষের চোখের ওজন ৮ গ্রাম।

৯) প্রশ্ন: কোন খাদ্যদ্রব্য যা হাজার বছর পরেও নষ্ট হয় না?
উত্তর: মধু, যা বহু বছর পরেও এটি নষ্ট হয় না।

১০) প্রশ্ন: কোন প্রাণীর রক্তের রঙ সবুজ?
উত্তর: নিউ গিনি নামের গিরগিটির রক্ত সবুজ।

১১) প্রশ্ন: ভারতে ‘চারধাম’ কোন রাজ্যে অবস্থিত
উত্তর: উত্তরাখণ্ড। চারধাম হল চারটি তীর্থস্থান — বদ্রীনাথ, দ্বারকা, পুরী ও রামেশ্বরম।

১২) প্রশ্ন: এমন জিনিস যা জলেও পুড়ে যায়?
উত্তর: সোডিয়াম এমন একটি পদার্থ, যা জলেও পুড়ে যায়।

১৩) প্রশ্ন: ভারতের জাতীয় জলজ প্রাণী কী? 
উত্তর: শুশুক।

১৪) প্রশ্ন: বিশ্বের দীর্ঘতম রেললাইন কোনটি?
উত্তর: ট্রান্স সাইবেরিয়ান (রাশিয়ার মস্কো শহর থেকে উত্তর কোরিয়ার পিয়ংইয়ং শহর পর্যন্ত বিস্তৃত)।

১৫) প্রশ্ন: ভারতবর্ষের কোন ব্যক্তিকে কখনো গ্রেফতার করা যায় না?
উত্তর: রাষ্ট্রপতিকে। ভারতীয় সংবিধান অনুসারে রাষ্ট্রপতির কার্যকালের সময় তার বিরুদ্ধে কোন গ্রেপ্তার করা যায় না।