GK প্রশ্ন: পৃথিবীর কোন দেশে এক ফোঁটাও জল পান করার ব্যবস্থা নেই?

যে দেশে এক ফোঁটাও জল পান করার উপযোগী নয়

General Knowledge Quiz: শিক্ষার্থীরা যখন তাদের স্কুলের পড়াশোনা শেষ করে এবং তারপর চাকরি বা উচ্চ শিক্ষার জন্য ভর্তি হন, এই সময় জেনারেল নলেজ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রতিবেদনে তেমনি কিছু প্রশ্ন এবং উত্তর সম্পর্কে বলা হয়েছে যা আপনার খুবই কাজে আসতে পারে, কারণ আপনি চাকরির জন্য পরীক্ষা বা ইন্টারভিউ দিতে গেলে এই প্রশ্নগুলি সেখানে আসতে পারে। এমনকি উচ্চশিক্ষার জন্য ভর্তি হতে গেলেও এই ধরনের প্রশ্ন করা হয়।

১) প্রশ্ন: র‌্যাডক্লিফ লাইন কোন দুটি দেশের সীমানাকে বলা হয়েছে?
ক) ভারত ও পাকিস্তান
খ) ভারত ও চীন
গ) ভারত ও মায়ানমার
ঘ) ভারত ও আফগানিস্তান
উত্তর: ক) ভারত ও পাকিস্তান
— র‍্যাডক্লিফ লাইন হল ভারত-পাকিস্তান কে ভাগকারী সীমান্ত রেখা। ১৯৪৭ সালের ১৭ই আগস্ট ব্রিটিশ আইনজীবী সিরিল র‍্যাডক্লিফ একটি সীমানা টেনে ভারত-পাকিস্তান কে ভাগ করে ফেলেন এবং র‍্যাডক্লিফের নামে এই সীমারেখার নামকরণ করা হয় র‍্যাডক্লিফ লাইন।

২) প্রশ্ন: ভারতের সবচেয়ে বড় বনভূমির রাজ্য কোনটি?
ক) অরুণাচল প্রদেশ
খ) হরিয়ানা
গ) মধ্যপ্রদেশ
ঘ) আসাম
উত্তর: গ) মধ্যপ্রদেশ
— ভারতের বৃহত্তম বনভূমি রয়েছে মধ্যপ্রদেশে, যেখানে ৩০% এরও বেশি অঞ্চল বনভূমি দ্বারা আচ্ছাদিত রয়েছে।

৩) প্রশ্ন: ভারতের কোন অঞ্চলটি সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ এলাকা?
ক) গঙ্গা-ব্রহ্মপুত্র উপত্যকা
খ) দাক্ষিণাত্যের মালভূমি
গ) উত্তর ভারতের সমভূমি
ঘ) পশ্চিমঘাট পর্বত
উত্তর: ক) গঙ্গা-ব্রহ্মপুত্র উপত্যকা
— গঙ্গা-ব্রহ্মপুত্র উপত্যকা হলো সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ এলাকা। সাধারণত, ব্যাসাল্টিক শিলা আছে, এমন এলাকা ভূমিকম্প প্রবণ এলাকা হয়ে থাকে।

৪) প্রশ্ন: ভারতের এলাহাবাদে যখন দুপুর ১২টা হবে তখন লন্ডনের গ্রিনিচের সময় কত হবে?
ক) মধ্যরাত
খ) সকাল ৬টা ৩০
গ) বিকাল ৫টা ৩০
ঘ) উপরের কোনোটিই না।
উত্তর: খ) সকাল ৬টা ৩০
— যখন এলাহাবাদের দুপুর ১২টা বাজবে, তখন লন্ডনের সকাল ৬টা ৩০ হবে। কারণ এটি (GMT) ভারতীয় সময় (IST) থেকে ৫ ঘন্টা ৩০ মিনিট পিছিয়ে।

৫) প্রশ্ন: বিশ্বের কোন দেশে এক ফোঁটাও জল পান করার ব্যবস্থা নেই?
ক) আলজেরিয়া
খ) কাজাকিস্তান
গ) তুরস্ক
ঘ) সৌদি আরব
উত্তর: ঘ) সৌদি আরব
— সৌদি আরবই একমাত্র দেশ যেখানে নদী, পুকুর হ্রদ ও জলপ্রপাত নেই। সৌদি তেল বিক্রি করে বিপুল পরিমাণে আয় করে কিন্তু এই আয়ের সবচেয়ে বড় অংশ ব্যয় করে সমুদ্রের নোনা জল পানযোগ্য করতে। এই বিশেষ প্রক্রিয়ায় সমুদ্রের জল থেকে লবণকে আলাদা করে পানযোগ্য করে তোলার জন্য দৈনিক তারা ১০৫ লাখ রিয়াল খরচ করে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৭.৮ কোটি টাকা।