পরের বার এই ৪ বিদেশি খেলোয়াড়কে বেগুনি জার্সিতে আর নাও দেখা যেতে পারে

আগামী বছরে KKR যাদের দল থেকে ছেঁটে ফেলা হতে পারে

KKR Team: ২০২৩ আইপিএলে কলকাতা নাইট রাইডার্স এর পারফরম্যান্স হতাশাজনক। বিশেষ করে কিছু বিদেশি খেলোয়াড়ের ওপর অতিরিক্ত ভরসা করায় দলের এমন হাল এবং তার ফলস্বরূপ প্লেওফে যাওয়ার আগেই তাদের অভিযান শেষ হলো। এবছর শ্রেয়াসের অনুপস্থিতিতে নীতিশ রানাকে দলের দায়িত্বভার দেওয়া হয়েছিল। দিল্লির এই ক্রিকেটারের নেতৃত্বে লীগ পর্বের ১৪টি ম্যাচে মাত্র ৬টিতে জয় পেয়েছে কেকেআর দল।

এবারের আইপিএলের শুরু থেকেই কেকেআর দল বেশ কয়েকটি সমস্যায় ভুগেছে। কিছু খেলোয়াড়ের ছন্দে না থাকা এবং তাদের ধারাবাহিকতার অভাব দলের ওপর বেশ প্রভাব পড়েছে। আগামী বছরে ভালো ফল করতে হলে অবশ্যই বড়সড় পরিবর্তন আনা দরকার। তাই কয়েকজন তারকাকে ২০২৪ আইপিএলে বেগুনি জার্সিতে দেখা নাও যেতে পারে। এবার দেখে নেওয়া যাক…

সুনীল নারিন (Sunil Narine): একসময় কেকেআরের হয়ে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ের কারণ হয়ে উঠেছিলেন সুনীল নারিন। কখনো কখনো ওপেনিং এ নেমে তার ব্যাট থেকে এসেছে ঝড়ো ইনিংস, যাতে কেকেআরের বড়সড়ো স্কোর করতে সাহায্য করেছিল। এদিকে বল হাতে তার রহস্যময় স্পিনের কথা সকলেরই জানা। এবারে বোলিং ও ব্যাটিং দুটোতেই ব্যর্থ হয়েছেন তিনি। সুতরাং এই ৩৪ বছর বয়সী খেলোয়াড়কে আর কেকেআরের জার্সিতে দেখা নাও যেতে পারে।

আন্দ্রে রাসেল (Andre Russell): ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী খেলোয়াড় আন্দ্রে রাসেলের চলতি আইপিএলে পারফরমেন্স অত্যন্ত হতাশাজনক। প্রতিটি ম্যাচেই নাইট শিবির থেকে কেকেআরের অনুরাগীরা তার থেকে বড় কিছু আশা করেছিল, কিন্তু তিনি পুরোপুরি ব্যর্থ হন। একসময়ের তার কাজটা এবারে উত্তরপ্রদেশের খেলোয়াড় রিঙ্কু সিং করে দেখিয়েছেন। তাই আগামী বছরে কেকেআর দল থেকে বাদ যেতে পারেন এই অভিজ্ঞ খেলোয়াড়ও।

টিম সাউথি (Tim Southee): নিউজিল্যান্ডের দুর্দান্ত ফাস্ট বোলার এবারের আইপিএলেও নজর কাড়তে ব্যর্থ হয়েছেন। টিম সাউথি এই মৌসুমে দুটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন, যেখানে ৬ ওভার বল করে মাত্র দুটি উইকেট পেয়েছেন। এদিকে এই ৩৪ বছর বয়সী খেলোয়াড় এখন নিউজিল্যান্ডের জাতীয় দলেরও নিয়মিত সদস্য নন। যে ভরসায় কেকেআর তাকে নিলামে কিনেছিল, তার মর্যাদা দিতে ব্যর্থ টিম সাউথি। আগামী বছর তাকেও বাদ দিতে পারে।

লকি ফার্গুসন (Lockie Ferguson): এই তালিকায় রয়েছেন নিউজিল্যান্ডের আর এক ফাস্ট বোলার লকি ফার্গুসন। গতবারের চ্যাম্পিয়ন দল থেকে আসা এই খেলোয়াড়ও নিজের দক্ষতার প্রতি সুবিচার করতে পারেননি। চলতি আইপিএলে মাত্র তিনটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন এবং নিয়েছেন মাত্র একটি উইকেট। সাউথির মতো ফার্গুসনও কেকেআর দলকে ভরসা জোগাতে ব্যর্থ হয়েছেন। সম্ভবত তাকেও আগামী বছর আর বেগুনি জার্সিতে দেখা নাও যেতে পারে।