মুকেশ আম্বানি তার বাড়ি ‘অ্যান্টিলিয়া’র চেয়ে কোথায় বেশি সময় কাটান?

মুকেশ আম্বানি কোথায় বেশি সময় অতিবাহিত করেন জানেন

Mukesh Ambani’s Lifestyle : ভারতের বিখ্যাত ব্যবসায়ী রিলায়েন্স ইন্ডাস্ট্রির কর্ণধার মুকেশ আম্বানির নতুন করে পরিচয় দেওয়ার কিছুই নেই। একজন ধনকুবের হওয়ার পাশাপাশি তার রাজকীয় লাইফস্টাইল সম্পর্কে কমবেশি অনেকেই জানেন। তবুও এই মানুষটিকে ঘিরে সাধারণ মানুষের কৌতূহল কম নয়। আজকের প্রতিবেদনে মুকেশ আম্বানির সম্পর্কে এমনই একটি তথ্য তুলে ধরা হয়েছে।

মুকেশ আম্বানি একজন ভারতীয় গুজরাটি হিন্দু হলেও তার জন্ম (১৯৫৭ সাল) ইয়েমেন (Yemen) দেশের এইডেনে। এরপর তার পরিবার মুম্বাই চলে আসে এবং সেখানেই বড় হয়ে ওঠেন তিনি। এরপর তার পিতা ধীরুভাই আম্বানি প্রয়াত হলে মুকেশ ও তার ভাই অনিল ভিন্ন ভিন্ন সংস্থার অংশীদারিত্ব হন। তবে ২০১৬ সালে মুকেশ আম্বানি জিও (JIO) চালু করার পর চরম সাফল্য অর্জন করেন।

মুকেশ আম্বানি তার ব্যবসার পাশাপাশি বিভিন্ন কাজের সঙ্গেও যুক্ত রয়েছেন। এইসব ব্যস্ততার মধ্যেই তার দিন কাটে। মুম্বাইয়ে তার বিখ্যাত বাড়ি অ্যান্টিলিয়ায় (Antilia) ৬০০ জন কর্মী রয়েছেন। তবে এই বিলাসবহুল বাড়ীর চেয়েও মুকেশ আম্বানি অন্য কোথাও বেশি সময় অতিবাহিত করেন, আর এই তথ্য ফাঁস করেছেন তার বাড়ির কর্মচারীরাই।

মুম্বাইয়ের দক্ষিণ বোম্বে এলাকায় নির্মিত ২৭ তলের অ্যান্টিলিয়া একটি ল্যান্ডমার্ক হিসেবে পরিণত হয়েছে। এটি ২০১০ সালের নির্মিত হয় তারপর ২০১২ সালে আম্বানি পরিবার এখানে চলে আসে। কিন্তু তারপরও মুকেশ আম্বানি এখানে বেশিরভাগ সময়ই থাকেন না। আসলে তিনি তার স্ত্রী নীতা আম্বানির (Nita Ambani) সঙ্গে বিদেশে বেশি সময় কাটান।

২০২১ সালে মুকেশ আম্বানি লন্ডনের স্টোকস পার্ক (Stokes Park) কিনেছিলেন এবং এখানেই তৈরি করা বিলাসবহুল বাড়িতেই বেশিরভাগ সময় কাটান। এই জায়গাটির দাম প্রায় ভারতীয় মুদ্রায় ৫৯২ কোটি টাকা, যা ৩০০ একর জুড়ে বিস্তৃত। স্টোক পার্কে ৪৯টি বিলাসবহুল বেডরুম এবং স্যুট, ২৭-হোল গল্ফ কোর্স, ১৩টি টেনিস কোর্ট এবং ১৪ একর ব্যক্তিগত বাগান রয়েছে।

Image

অ্যান্টিলিয়ার কর্মরত ব্যক্তিরা বলেছেন যে মুকেশ আম্বানি বেশিরভাগ সময়ই তার লন্ডনের বাড়িতে থাকেন এবং ভারতে কোন অনুষ্ঠান হলে ফিরে আসেন। এ বছর ১৫ই আগস্ট আম্বানি পরিবার দেশের বাইরে তাদের লন্ডন বাড়িতেই উদযাপন করেছেন। লন্ডনে তার বাড়িটি বিশ্বের সবচেয়ে দামি বাড়ীর মধ্যে অন্তর্ভুক্ত।