পৃথিবীর এই স্থানটিতে চলন্ত গাড়ি থেকে শুরু করে কম্পাস, ঘড়ি সবই বন্ধ হয়ে যায়

এই পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে যার রহস্যের কোনও ব্যাখ্যা পাওয়া যায় না। সময়ের সাথে সাথে বিজ্ঞানের অগ্রগতি ঘটলেও এখনো কিছু কিছু স্থান রয়েছে যেগুলো আমাদের কাছে এখনো রহস্যে ঘেরা। পৃথিবীর রহস্যময় স্থানগুলির মধ্যে হলো একটি মেক্সিকোর জোন অফ সাইলেন্স। 

Image

মেক্সিকোর এইচ স্থানটি এক রহস্যের কারণে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। মেক্সিকোর এই মরুভূমি অঞ্চলটি সবদিক থেকেই বেশ আলাদা রকমের। রাতের অন্ধকারে প্রায় উল্কাবৃষ্টি নামে। এছাড়াও নানান রহস্যময় ঘটনা ঘটে। যেমন চলন্ত গাড়ি হঠাৎ করে বন্ধ হয়ে যায়, আবার নিজে থেকে কখনো কখনো টেপ রেকর্ডার বন্ধ হয়। সবথেকে আশ্চর্যের বিষয় এখানে ঘড়িও কাজ করে না।

উল্লেখ্য এই জোন অফ সাইলেন্স ও কুখ্যাত বারমুডা ট্রায়াঙ্গেল একই অক্ষাংশে অবস্থিত। এই এলাকার ওপর দিয়ে প্লেন উড়ে যাওয়ার সময় পাইলটরা অদ্ভুত রকমের পরিস্থিতির মুখোমুখি হন। অনেক সময় কম্পাস কাজ করা বন্ধ করে দেয়।

Image

এই অঞ্চলের কোনায় কোনায় যেন রহস্যের ছায়া রয়েছে। এই অঞ্চলে অদ্ভুত ধরনের ক্যাকটাস দেখা যায় যার রং লাল টকটকে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই গাছকে যদি এই এলাকার বাইরে নিয়ে যাওয়া হয় সাথেসাথেই তার স্বাভাবিক সবুজ রঙ ফিরে আসে।

এই রহস্যঘেরা অঞ্চলের আশেপাশে মানুষেরা বসতি গড়ে তোলার সাহস পাননি। তবে রহস্যের জাল কিন্তু এখানেই শেষ নয়। এই মরুভূমির নিকটবর্তী শহরের নাগরিকরা প্রায় এখানে ফ্লাইং সসার দেখতে পান বলে দাবি করেন। মেক্সিকোর ‘জোন অফ সাইলেন্স’ এর রহস্য উদঘাটন করতে গবেষকরা আজও চেষ্টা চালাচ্ছেন।