দেশে শূন্য টাকার নোট ছাপা হয়েছিল কেন, জানেন এটি কোন কাজে লাগে?

আপনি নিশ্চয়ই ১ থেকে ২০০০ টাকার নোট দেখেছেন। আমরা সকলেই আমাদের প্রয়োজন মেটাতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) দ্বারা মুদ্রিত এই নোটগুলি ব্যবহার করি। কিন্তু আমাদের দেশে শূন্য টাকার নোট ছাপা হয়েছিল, কিন্তু কেন? এই টাকার কাজ কি ছিল, তা অনেকেরই অজানা। এবার বিস্তারিত জেনে নেওয়া যাক:

শূন্য টাকার নোটে মহাত্মা গান্ধীর ছবিও ছাপা রয়েছে। এটি দেখতে অবিকল পুরাতন ৫০ টাকার মতোই। কিন্তু এখন আপনার মনে প্রশ্ন জাগছে যে, কেন শূন্য টাকার নোট ছাপা হল? আসলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই নোটগুলি ছাপেনি। দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালানোর উদ্দেশ্যে এই নোট ছাপা হয়েছে।

Image

এই শূন্য টাকার নোট ছাপানোর ভাবনা এসেছিল দক্ষিণ ভারতের পঞ্চম পিলার নামে একটি এনজিওর সংস্থার। ২০০৭ সালে এই নোটটি দুর্নীতির বিরুদ্ধে প্রায় পাঁচ লাখ টাকা নোট ছাপানো হয়েছিল। এই নোটগুলি হিন্দি, তেলেগু, কন্নড এবং মালায়লাম নামের চারটি ভাষায় ছাপা হয়েছিল যা মানুষের মধ্যে বিতরণ করা হয়।

Image

এই নোটে দুর্নীতির বিরুদ্ধে অনেক বার্তা লেখা ছিল। এসব নোটে লেখা ছিল, ‘দুর্নীতির অবসান’, ‘কেউ ঘুষ দিতে চাইলে এই নোটটি ধরিয়ে দিন এবং বিষয়টি সম্পর্কে বলুন’, ‘আমি শপথ করছি ঘুষ নেব না ও ঘুষ দেব না। এই নোটে মহাত্মা গান্ধীর ছবি এবং ওই এনজিও সংস্থাটির ফোন নম্বর আর ইমেইল আইডি দেওয়া রয়েছে।

দক্ষিণ ভারতের ওই এনজিও সংস্থাটির শূন্য টাকার নোট তৈরি করে ঘুষ চাওয়ার লোকেদের হাতে ধরিয়ে দিত। তাদের শূন্য টাকার নোট ছাপানোর মূল উদ্দেশ্যে ছিল দুর্নীতির বিরুদ্ধে লড়াই ও প্রতীক।