চোখের ধাঁধা: সাংকেতিক চিহ্ন দুটি মিলিয়ে বলতে পারবেন এই ছবিতে থাকা মেয়েটির নাম কী হবে?

সাংকেতিক চিহ্ন দুটি মিলিয়ে বলতে হবে ছবিতে থাকা মেয়েটির নাম কী হবে

Brain Teaser: অতীতের মত মানুষের ধাঁধার প্রতি উৎসাহ বা কৌতুহল এতটুকু কমেনি। তবে বর্তমানে সবকিছুই মোবাইলের মধ্যেই সীমাবদ্ধ। সোশ্যাল মিডিয়ায় (Social Media) চোখ রাখলেই আপনি বিভিন্ন ধরনের ধাঁধা পোস্টগুলি দেখতে পাবেন। কখনো লুকিয়ে থাকা বস্তু আবার সাংকেতিক চিহ্নগুলি মিলিয়ে নামের অনুসন্ধান করতে হয়। এগুলি যেমন মজার তেমন আকর্ষণীয়, তাই অনেকেই এ জাতীয় চ্যালেঞ্জগুলি গ্রহণ করতে পছন্দ করেন।

আজকের প্রতিবেদনে তেমনি একটি নতুন ধাঁধার চ্যালেঞ্জ নিয়ে আসা হয়েছে। ছবিতে দেখতে পাচ্ছেন একটি মেয়ের (Girl) পাশের দুটি সাংকেতিক চিহ্ন অর্থাৎ একটি ডিম (Egg) ও একটি মটরশুটি (Pea) রয়েছে। এখন আপনাকে এই দুই সাংকেতিক চিহ্ন দ্বারা মিলিয়ে বলতে হবে ছবিতে থাকা মেয়েটির নাম কি হবে? উত্তর দিলেই আপনি জিনিয়াস (Genius)!

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত ধাঁধার সমাধানের মাধ্যমে আপনি একজন ভাল পর্যবেক্ষক হয়ে উঠতে পারেন। এর মাধ্যমে আপনার মস্তিষ্কের সংযোগকারী কোষগুলি সক্রিয় হয়ে ওঠে, ফলে যেকোনো সিদ্ধান্তকে সহজে নিতে পারেন। তবে এ জাতীয় ধাঁধার সমাধানের ক্ষেত্রে বিশেষ গাণিতিক দক্ষতার প্রয়োজন হয় না, একটু ভিন্নভাবে চিন্তা করলেই ধাঁধার সমাধান করা যায়।

দাবি করা হয়েছে, যারা নিয়মিত ধাঁধা সমাধান করেন তাদের ক্ষেত্রে এই ধরনের চ্যালেঞ্জগুলি অত্যন্ত সহজ হয়ে উঠেছে। আবার কেউ কেউ দীর্ঘক্ষণ চিন্তাভাবনা করার পরও উত্তর দিতে ব্যর্থ হন। আশা করি, এই ধাঁধাটির রহস্য আপনি বুঝতে পেরেছেন। আর এদিকে যারা এখনো মেয়েটির নাম অনুসন্ধান করতে ব্যর্থ হয়েছেন, তাদের জন্য নিচে বিশ্লেষণ করে বুঝিয়ে দেওয়া হয়েছে।

ছবিটি মনোযোগ সহকারে দেখুন, মেয়েটির পাশে রয়েছে ডিম আর তার নিচে রয়েছে মটর শুঁটি, যাকে ইংরেজিতে ‘Pea’ (পি) বলা হয়। এবার এই দুটি সাংকেতিক অর্থাৎ ‘ডিম+পি’ মেলালে হয় ডিম্পি। সুতরাং এই ছবিতে থাকা মেয়েটির নাম হবে ‘ডিম্পি’। সর্বোপরি এই ধরনের চ্যালেঞ্জগুলি মস্তিষ্কের জন্য ভালো ব্যায়ামও।