উড়ন্ত অবস্থায় এক হাতে ডেভিড ওয়ার্নারের ক্যাচ ধরলেন মনিশ পান্ডে

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ে তেমন কিছু করতে পারেননি ভারতীয় ক্রিকেটার মণীশ পান্ডে কিন্তু অসাধারণ একটি ক্যাচ ধরে ডেভিড ওয়ার্নারের। শুক্রবার রাজকোটের এসসিএ স্টেডিয়ামে অস্ট্রেলিয়ান ওপেনার ওয়ার্নারের এক হাতে ক্যাচ নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হলেন মনীশ পান্ডে।

Image

পেসার মোহাম্মদ শামি অস্ট্রেলিয়ার ইনিংসের চতুর্থ ওভারে ভারতকে প্রথম সাফল্য এনে দেয়। চতুর্থ ওভারের দ্বিতীয় বলে ওয়ার্নার কভারের দিক দিয়ে সটান মারলে সুপারম্যান এর মত এক হাত দিয়ে ক্যাচ ধরেন মনীশ পান্ডে।

মনীশ পান্ডে বলের দিকে নজর রেখে শূন্যে লাফিয়ে ওঠে। বলটি সরাসরি তাঁর ডান হাতে মুঠোবন্দী হয়। ওয়ার্নার ১২ বলে ২ টি বাউন্ডারের সাহায্যে ১৫ রান করেন। ৩৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার প্রথম উইকেট ২০ রানের স্কোরে ওয়ার্নারের উইকেট হারায়।

ভারতের হয়ে ওপেনার শিখর ধাওয়ান (৯৬), লোকেশ রাহুল (৮০) এবং অধিনায়ক বিরাট কোহলি (৭৮) অনবদ্য ইনিংস এর মাধ্যমে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৪০ রান সংগ্রহ করে ভারত। পান্তের জায়গায় ম্যাচের জন্য দলে অন্তর্ভুক্ত ছিলেন মনীশ পান্ডে। তিনি মাত্র ২ রান করেন।

মনিশ পান্ডের অসাধারণ ক্যাচটি দেখুন: