GK ক্যুইজ : বলুন তো কোন রাজ্যটি ‘ভারতের রত্ন’ নামে পরিচিত?

‘ভারতের রত্ন’ নামে পরিচিত কোন রাজ্যটি?

General Knowledge Quiz : শিক্ষার্থীরা তাদের পড়াশোনা শেষ করার পর বড় কোন পদে চাকরি করার স্বপ্ন দেখে। এই সময় তারা বিভিন্ন ম্যাগাজিন, সংবাদপত্র, কুইজ ও কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্নগুলি জানার চেষ্টা করে। যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলি বেশি করা হয়। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্ন তুলে ধরা হলো যা অনেকের সহায়ক হবে।

১) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে খালের দ্বারা সেচ পদ্ধতি অধিক প্রচলিত?
উত্তরঃ উত্তরপ্রদেশ রাজ্যে খাল সেচের মাধ্যমে বেশি কৃষিকাজ হয়ে থাকে।

২) প্রশ্নঃ রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তরঃ দন্তিদুর্গ ছিলেন রাষ্ট্রকূট রাজবংশের প্রতিষ্ঠাতা।

৩) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফুর উচ্চতা কত?
উত্তরঃ সান্দাকফুর উচ্চতা ৩,৬৩৬ মিটার।

৪) প্রশ্নঃ ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প কোনটি?
উত্তরঃ অন্ধ্রপ্রদেশ রাজ্যের নাগার্জুন সাগর শ্রীশৈলম ব্যাঘ্র প্রকল্প।

৫) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপক কে?
উত্তরঃ প্রথম বাঙালি হিসেবে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ড: বিধানচন্দ্র রায় (Dr. Bidhan Chandra Roy)।

৬) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যকে ‘ঘুমন্ত রাজ্য’ বলা হয়?
উত্তরঃ মধ্যপ্রদেশকে ভারতের ঘুমন্ত রাজ্য বলা হয়।

৭) প্রশ্নঃ ভারতের সোনালী চতুর্ভুজ কাকে বলা হয়?
উত্তরঃ সোনালি চতুর্ভুজ হল একটি মহাসড়ক। যা ভারতের চারটি প্রধান শহর দিল্লি, মুম্বাই, কলকাতা এবং চেন্নাইকে সংযুক্ত করে।

৮) প্রশ্নঃ বিশ্বের কোন দেশকে মিনি পাঞ্জাব বলা হয়?
উত্তরঃ কানাডাকে মিনি পাঞ্জাব বলা হয়। পাঞ্জাবি কানাডিয়ানদের মোট জনসংখ্যা প্রায় ২.৬%।

৯) প্রশ্নঃ বর্তমানে ভারতের সর্বোচ্চ তাপমাত্রার জাতীয় রেকর্ড কোথায়?
উত্তরঃ ভারতের সর্বোচ্চ তাপমাত্রার পুরুলিয়া ৫১.১°C, যা এটি বর্তমান জাতীয় রেকর্ড ধারণ করেছে।

Image

১০) প্রশ্নঃ বলুন তো কোন রাজ্যটি ‘ভারতের রত্ন’ নামে পরিচিত?
উত্তরঃ মনিপুরকে ‘ভারতের রত্ন’ বলা হয়। কারণ মণিপুর নয়টি পাহাড় দ্বারা বেষ্টিত যার কেন্দ্রে একটি ডিম্বাকৃতি উপত্যকা রয়েছে, যেটি স্বাভাবিকভাবে তৈরি একটি রত্নের মতো।