GK ক্যুইজ : ভারতের থেকেও কোন দেশে বেশি পাঞ্জাবি মানুষ বসবাস করেন?

বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি পাঞ্জাবি মানুষ বসবাস করে?

General Knowledge Quiz : আপনি যদি চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে অবশ্যই আপনাকে কারেন্ট অ্যাফেয়ার্স ও সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি জেনে রাখতে হবে। এছাড়া সাধারণ জ্ঞান এমন একটি বিষয় যার মাধ্যমে আপনি দেশ-বিদেশ সম্পর্কিত অনেক অজানা তথ্য জানতে পারেন। যাইহোক এই প্রতিবেদনে তেমনি কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ বারমুডা ট্রায়াঙ্গেল কোন সাগরে অবস্থিত?
উত্তরঃ বারমুডা ট্রায়াঙ্গল (Bermuda Triangle) হলো আটলান্টিক মহাসাগরের উত্তর-পশ্চিমাংশে ত্রিভুজাকৃতির একটি বিশেষ অঞ্চল।

২) প্রশ্নঃ ম্যালেরিয়া পরজীবী বাহকের নাম কী?
উত্তরঃ ম্যালেরিয়া স্ত্রী অ্যানোফিলিস মশার মাধ্যমে ছড়ায়।

৩) প্রশ্নঃ সর্বপ্রথম বাংলা ভাষায় মহাকাব্য মহাভারত কে অনুবাদ করেন?
উত্তরঃ কবীন্দ্র পরমেশ্বর মধ্যযুগীয় (১৬শ শতাব্দী) বাঙালি কবি। তিনিই সর্বপ্রথম বাংলা ভাষায় সংস্কৃত মহাকাব্য মহাভারত অনুবাদ করেন।

৪) প্রশ্নঃ ভারতের সংবিধানে মোট অনুচ্ছেদের সংখ্যা কত?
উত্তরঃ ভারতীয় সংবিধান হল বিশ্বের দীর্ঘতম সংবিধান যা ২৫টি অংশে প্রায় ৪৭০টি অনুচ্ছেদ রয়েছে।

৫) প্রশ্নঃ এখন পর্যন্ত কতজন নারী ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।?
উত্তরঃ এখন পর্যন্ত ১৬ জন নারী ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বর্তমানে, ভারতের মুখ্যমন্ত্রীদের মধ্যে শুধু পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র নারী মুখ্যমন্ত্রী।

৬) প্রশ্নঃ দিল্লির কোন সুলতান তার সেনাবাহিনীকে নগদ বেতন দেওয়ার নিয়ম করেছিলেন?
উত্তরঃ আলাউদ্দিন খিলজি।

৭) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ প্রফুল্লচন্দ্র ঘোষ ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী।

৮) প্রশ্নঃ সুলতান মামুদ কতবার ভারত আক্রমণ করেন?
উত্তরঃ গজনীর সুলতান মামুদ একজন তুর্কি বিজয়ী ছিলেন, যিনি ১০০০ খ্রিস্টাব্দ থেকে ১০২৭ খ্রিস্টাব্দের মধ্যে ১৭ বার ভারত আক্রমণ করেছিলেন।

৯) প্রশ্নঃ ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়?
উত্তরঃ মহান কবি কালিদাস।

Image

১০) প্রশ্নঃ ভারতের থেকেও কোন দেশে বেশি পাঞ্জাবি মানুষ বসবাস করেন?
উত্তরঃ বর্তমানে, ভারতে ৩.৭ কোটি পাঞ্জাবি আর পাকিস্তানে ১০.৮ কোটি পাঞ্জাবি মানুষ বসবাস করেন।