সাংকেতিক চিহ্ন দুটি দেখে বলুন কোন ফলের নাম হবে? বলতে পারলেই আপনি জিনিয়াস

কেবল জিনিয়াসরাই বলতে পারবেন এই সাংকেতিক চিহ্ন দুটি দ্বারা কোন ফলের নাম হবে

Brain Teaser: আজকাল ইন্টারনেটের বিভিন্ন প্লাটফর্মে নানান ধরনের ধাঁধাগুলো চোখে পড়ে। এর মধ্যে কখনো কখনো লুকিয়ে থাকা বস্তুটি খুঁজে বের করতে হয়, আবার কখনো ভুলটি সনাক্ত করতে হয়। তবে এই প্রতিবেদনে ধাঁধাটি কিছুটা অন্যরকমের যেখানে আপনাকে দুটি সাংকেতিক চিহ্ন দেখে বলতে হবে কোন ফলের নাম হতে পারে।

ছবিতে দেখতে পাচ্ছেন দুটি সাংকেতিক চিহ্ন রয়েছে, একটি হোয়াটসঅ্যাপের লোগো ও তার নিচে একটি ইংরেজি অক্ষর ‘L’। এবার আপনাকে এই দুটি সাংকেতিক চিহ্ন নির্ণয়ের মাধ্যমে বলতে হবে, কোন ফলের নাম হতে পারে। কিন্তু ইতিমধ্যেই যদি আপনি ফলটির নাম অনুমান করতে পারেন, তাহলে আপনার মস্তিষ্ক অন্যান্যদের তুলনায় অনেক দ্রুত চলে।

দাবি করা হয়েছে, এই সাংকেতিক চিহ্ন দুটি দেখে ফলের নাম বলতে কেবল জিনিয়াসরাই সক্ষম হবেন। তাই অনেকেই এই ধাঁধার প্যাঁচ বুঝতে পারেনি এবং তারা হাল ছেড়ে দিয়েছেন। আসলে এই ধরনের ধাঁধাগুলি একটু ভিন্নভাবে চিন্তা করলেই সহজেই উত্তর দেওয়া যায়। কিন্তু এর জন্য বিশেষ কোনো গাণিতিক দক্ষতার প্রয়োজন হয় না।

তবে আপনার ক্ষেত্রেত্ত যদি ফলের নাম বলা খুবই কঠিন বলে মনে হয়, তাহলে চিন্তা করার কিছু নেই আমরা বিশ্লেষণের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। ছবিটি প্রথমে মনোযোগ সহকারে দেখুন। ছবিতে রয়েছে একটি হোয়াটসঅ্যাপের লোগো, অর্থাৎ এটি একটি অ্যাপ। আর তার নিচেই রয়েছে একটি ইংরেজির অক্ষর ‘এল’। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন?

কিন্তু এরপরও যারা বুঝতে পারেনি ফলটির নাম কি হতে পারে, তাদের জন্য বিস্তারিতভাবে বুঝিয়ে দেয়া হলো। এখানে হোয়াটসঅ্যাপকে ‘অ্যাপ’ বলা হয়েছে। সুতরাং, অ্যাপ+এল= অ্যাপল। অর্থাৎ, ফলটির নাম হবে আপেল। মনোবিজ্ঞানীদের মতে, আপনি যত কঠিন ধাঁধার সমাধান করার চেষ্টা করবেন তত বেশি স্মার্ট হয়ে উঠবেন। এর পাশাপাশি আপনার আইকিউ দক্ষতাও বৃদ্ধি পাবে।