সাংকেতিক চিহ্ন দুটি দেখে বলুন শিশুটির নাম কী হবে? কেবল বুদ্ধিমানেরাই উত্তর দিতে পারবেন

বলুনতো ছবিতে থাকা এই শিশুটির কী নাম হতে পারে?

Brain Teaser: অতীতে সময় কাটানোর বিভিন্ন মাধ্যম ছিল কিন্তু এখন কেবল মোবাইলের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে মানুষ। তাই ইন্টারনেটের বিভিন্ন প্লাটফর্মে অনেকধরনের ধাঁধা চোখে পড়ে, যেগুলি অনেকেই সমাধান করতেও পছন্দ করেন। যাইহোক এই প্রতিবেদনে তেমনি একটি ধাঁধা নিয়ে আসা হয়েছে।

ছবিতে দেখতে পাচ্ছেন একটি বালকের বাসে দুটি সাংকেতিক চিহ্ন রয়েছে একটি ইংরেজিতে Monday আর নিচেই রয়েছে একটি ইঁদুরের ছবি। এবার এই দুই সাংকেতিক চিহ্নকে মিলিয়ে বলতে হবে ছবিতে থাকা শিশুটির নাম কী হবে? কিন্তু ইতিমধ্যেই যারা বুঝতে পেরেছেন, তাদের বুদ্ধির প্রশংসা করতেই হয়।

এই ধরনের চ্যালেঞ্জগুলি আপনার মস্তিষ্ক ও আইকিউ লেভেলের (IQ level) পরীক্ষা করে। এ জাতীয় ধাঁধার সমাধান করা জিনিয়াসদের কাছে জলভাত। তারা এক নিমিষেই যেকোনো ধরনের ধাঁধাঁর সমাধান করতে অভ্যস্ত। কিন্তু এখনো যারা এই ধাঁধার রহস্য বুঝতে পারেননি, তাদের সুবিধার্থে নিচে বিশ্লেষণ করে বুঝিয়ে দেওয়া হলো।

ছবিটি প্রথমে মনোযোগ সহকারে দেখুন। আসলে এজাতীয় চ্যালেঞ্জগুলি গ্রহণ করলেই হয় না, একটু ভিন্ন ও পারিপার্শ্বিকভাবে চিন্তা করতে হয়, তবেই আপনি ছবির রহস্য খুঁজে পাবেন। ছবিতে রয়েছে Monday অর্থাৎ সোমবার, আর তার নিচেই রয়েছে একটি ইঁদুর, যার ইংরেজি অর্থ ‘Rat’ এর সাংকেতিক চিহ্ন। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন?

কিন্তু এত ইঙ্গিত দেওয়ার পরও যারা বুঝতে পারেননি, তাদের বলে রাখি Monday মানে সোম আর তার নিচেই রয়েছে ইঁদুর অর্থাৎ র‌্যাট। এবার এই দুই সাংকেতিক চিহ্ন মিলিয়ে হয় সোম+র‌্যাট= সম্রাট। সুতরাং এই শিশুটির নাম হবে ‘সম্রাট’। তবে ইতিমধ্যেই যারা ধাঁধাটির উত্তর দিতে পেরেছেন তারা সত্যিই জিনিয়াস।