২০১২ আইপিএল ফাইনালে যেবার কলকাতা চেন্নাইয়ের মুখোমুখি হয়েছিল, ম্যাচসেরা হন মনবিন্দর বিসলা

২০১২ আইপিএলের ফাইনালে কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছিল। আবারও উভয় দল দীর্ঘ ৯ বছর পর একে অপরের মুখোমুখি হতে চলেছে। সেবার গৌতম গম্ভীর এর নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স প্রথমবার শিরোপা জয় লাভ করে। তবে এবারে ধোনির দল চেন্নাই কি সেই বদলা নিতে পারবে নাকি নাইট অধিনায়ক ইয়ন মরগ্যানের হাতে ট্রফি উঠবে — তা সময়ই বলবে। 

Gambhir's rise, rise, fall and exit in the IPL Moneyball race - InsideSport

আইপিএলের ফাইনাল মানেই টানটান উত্তেজনা ম্যাচ। ২০১২ আইপিএল পঞ্চম মরসুমে গৌতম গম্ভীর এর নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স আর অন্যদিকে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস মুখোমুখি হয়েছিল। চেন্নাই সুপার কিংস প্রথমে ব্যাট করতে নেমে দুরন্ত শুরু করে। মুরলী বিজয় (৪২) ও মাইকেল হাসির (৫৪) ওপেনিং জুটিতে ৮৭ রান হয়। এরপর সুরেশ রায়নার ৩৮ বলে ৭৩ রানের বিধ্বংসী ইনিংসে চেন্নাইয়ের স্কোরবোর্ডকে ১৯০ রানে খাড়া করে।

Top 5 Suresh Raina knocks for CSK

এই বিশাল রানের লক্ষ্যমাত্রা নিয়ে কলকাতার দুই ওপেনার মনবিন্দর বিসলা (৮৯) ও গৌতম গম্ভীর নামেন। শুরুতেই গম্ভীর ফিরে যান, তবে জ্যাক ক্যালিসের (৬৯) সাথে দ্বিতীয় উইকেটে ১৩৬ রানের পার্টনারশিপ হয়। তখনও কলকাতার জয়ের জন্য ৩২ বলে ৫২ রান দরকার ছিল। এরপর লক্ষ্মীরতন শুক্লা, ইউসুফ পাঠান এক অঙ্কের রান করে দ্রুত ফিরে যান। শেষ পর্যন্ত ম্যাচের দুই বল বাকি থাকতেই মনোজ তিওয়ারি (৯*) বাউন্ডারি হাঁকিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়।  

IPL: The forgotten hero of 2012 final - The Statesman

প্রথমবার কলকাতা নাইট রাইডার্স গম্ভীরের নেতৃত্বে আইপিএল শিরোপা জয় লাভ করে। ৪৮ বলে ৮৯ রানের দুরন্ত ইনিংসের সৌজন্যে উইকেট-রক্ষক মনবিন্দর বিসলাকে ম্যাচের সেরা ঘোষণা করা হয়। আর অন্যদিকে গোটা টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত বোলিং করে ম্যান অব দ্যা সিরিজ হন সুনীল নারিন।

☞ সংক্ষিপ্ত ম্যাচ স্কোর বোর্ড:

চেন্নাই সুপার কিংস: ১৯০/৩ (২০ ওভার)
সুরেশ রায়না (৪৮ বলে ৭৩), মাইকেল হাসি (৪৩ বলে ৫৪), মুরলী বিজয় (৩২ বলে ৪২ রান)

কলকাতা নাইট রাইডার্স: ১৯২/৫ (১৯.৪ ওভার)
মনবিন্দর বিসলা (৪৮ বলে ৮৯), জ্যাক কালিস (৪৯ বলে ৬৯)