নাইট বাহিনীকে ফাইনালে তুলে, রাতারাতি তারকা হয়ে ওঠা ভেঙ্কটেশ কি জানালেন

চেন্নাই সুপার কিংস এর (CSK) বিপক্ষে এখনও ফাইনাল বাকি, আর ইতিমধ্যেই তিনটি হাফ সেঞ্চুরি ভেঙ্কটেশ আইয়ারের (Venkatesh Iyer) ঝুলিতে। এদিন দিল্লি ক্যাপিটালসের (DC) বিপক্ষে মরণ-বাঁচন ম্যাচে ব্যাট হাতে ঝলসে ওঠেন এই বাঁহাতি ওপেনার। আইপিএলের দ্বিতীয় পর্বে তিনি যেন নাইটদের ‘সোনার ডিম পাড়া হাঁস’। বোলিং-ব্যাটিংয়ে তিনি একাই মাত করে দিচ্ছেন সংযুক্ত আমিরশাহীতে।

5 Unknown Facts About KKR's Venkatesh Iyer

চলতি আইপিএল (IPL) টুর্নামেন্ট ইতিমধ্যেই সবচেয়ে আকর্ষণীয় ক্রিকেটারদের তালিকায় নিজের নাম লিখিয়েছেন ভেঙ্কটেশ আইয়ার। দ্বিতীয় এলিমিনেটর ম্যাচে দিল্লির বিপক্ষে তিনি ৪৪ বলে ৫৫ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলার পর তিনি বলেন, “টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমাকে যেটা করতে বলা হয়েছিল তাই করেছি। ম্যাচ জিততে পেরে প্রচন্ড খুশি।”

What a sensational debut season this has been': KKR's Venkatesh Iyer's  dream IPL 2021 continues

তবে এই ঘরোয়া অলরাউন্ডার জানিয়েছেন, “ঘরোয়া ক্রিকেট আইপিএল কে আলাদাভাবে দেখতে চান না। এই দুয়ের মধ্যে তেমন কোনো ফারাক নেই। আমি যেভাবে খেলে এসেছি, এখানেও সেভাবে খেলতে পারছি। গত দুই ম্যাচে নিজেকে কিছুটা সময় দিয়েছিলাম। কিন্তু মনে হল এটা আমার খেলার ধরণ নয়, তাই আগে যেভাবে খেলেছিলাম সেভাবেই শুরু করি।”

IPL 2021: “Venkatesh Iyer is a real find of KKR” – Eoin Morgan after loss  against PBKS

প্রসঙ্গত, তার বর্তমান পারফরমেন্সের উপর ভিত্তি করে তিনি ভারতীয় দলে (Team India) নেট বোলার হিসেবে সুযোগ পেয়েছেন। তবে আপাতত এখনই জাতীয় দলে ঢোকা নিয়ে কিছু ভাবছেন না। ভেঙ্কটেশ জানিয়েছেন, “আমাদের সামনে এখনও একটা ম্যাচ (Final Match) বাকি রয়েছে। আপাতত সেটার ওপরই ফোকাস করতে চাই।”