আইপিএলের ফাইনালে KKR হেরে গিয়েও এমন রেকর্ড গড়লো, যা আর কোনও দলের নেই

আইপিএলের দ্বিতীয় পর্বে দুর্দান্ত ফর্মে থাকা কেকেআর প্লে-অফে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লী ক্যাপিটালসকে হারিয়ে ফাইনালে চেন্নাই মুখোমুখি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আইপিএল শিরোপা ওঠে চেন্নাই সুপার কিংস এর হাতে। তবে ফাইনালে হেরে গিয়েও কলকাতা নাইট রাইডার্স এমন এক রেকর্ড গড়লো যা আইপিএল ইতিহাসে আর কোনও দলেরই নেই।

Kolkata Knight Riders Team: IPL 2021 KKR Players List, Match Playing 11,  Full Squad, Captain, Coaches and More - FirstCricket, Firstpost

আসলে কলকাতা নাইট রাইডার্স প্রতিবারই টুর্নামেন্ট শেষ করেছে প্রথম থেকে অষ্টম স্থানের মধ্যে, তবে কখনও তারা রানার্স হয়নি অর্থাৎ দ্বিতীয় স্থান। কেকেআর ২০১২ ও ২০১৪ দু’বার ফাইনালে ওঠে আর দু’বারই চ্যাম্পিয়ন হয়। কিন্তু এদিন ফাইনালে উঠে সিএসকে এর কাছে হেরে যাওয়ায় দ্বিতীয় স্থান অধিকার করে তাদের অভিযান শেষ করে।

IPL 2021, CSK vs KKR as it happened: CSK win a thriller as Jadeja does the

কলকাতা নাইট রাইডার্স দ্বিতীয় স্থান অধিকার করার পরেই এই টুর্নামেন্টে তারা একমাত্র দল হিসেবে প্রতিটি স্থান থেকে আইপিএল মরশুম শেষ করার রেকর্ড গড়ে। এক নজরে দেখে নেওয়া যাক সেই তালিকা:-

চ্যাম্পিয়ন: ২০১২ ও ২০১৪
রানার্স: ২০২১
তৃতীয় স্থান: ২০১৭ ও ২০১৮
চতুর্থ স্থান: ২০১১ ও ২০১৬
পঞ্চম স্থান: ২০১৫, ২০১৯ ও ২০২০
ষষ্ঠ স্থান: ২০০৮ ও ২০১০
সপ্তম স্থান: ২০১৩
অষ্টম স্থান: ২০০৯

প্রসঙ্গত, ২০২১ আইপিএল ফাইনালে চেন্নাই এর কাছে ২৭ রানে পরাজিত হয় কলকাতা নাইট রাইডার্স। প্রথমে ব্যাট করে সিএসকে নির্ধারিত কুড়ি ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৯২ রানের পাহাড় গড়ে। জবাবে ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্স ৯ উইকেট হারিয়ে ১৬৫ রানে থেমে যায়।