ভারতের সবচেয়ে বেতন পান এই নারী, এত টাকা দিতে মুকেশ আম্বানিও ১০ বার ভাববেন

জানেন ভারতের সবচেয়ে বেতনভোগী নারী কে?

বর্তমানে ভারতীয় নারীরা আর কোন দিক দিয়েই পুরুষদের চেয়ে পিছিয়ে নেই। প্রতিটি ক্ষেত্রে নারীরা পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। এই প্রতিবেদনে এমনই এক মহিলার কথা বলা হয়েছে যিনি ভারতের সর্বোচ্চ বেতনভোগী মহিলা। গত ১০ বছরে তার স্বামীর সাথে উপার্জন করেছেন ১৫০০ কোটি টাকা।

আজ এই নারীকে গোটা বিশ্ব চেনে। এবার আপনাদের পরিচয় করিয়ে দিই দেশের সর্বোচ্চ বেতনভোগী নারীর সাথে। আসলে এখানে যে মহিলার কথা বলা হয়েছে, তিনি হলেন সান টিভি গ্রুপের (Sun TV Group) নির্বাহী পরিচালক। তার নাম কাবেরী কালাধিনি মারান (Kaveri Kalanthi Maran)। তিনি প্রতিবছর বেতনের নামে ৮৭.৫০ কোটি টাকা পান।

Image

কাবেরী এবং তার স্বামী গত ১০ বছরে প্রায় ১৫০০ কোটি টাকা সংগ্রহ করেছেন শুধুমাত্র বেতন থেকে। কাবেরীর স্বামীর নাম কালাধিনি মারান (Kaladhini Maran)। এখন নিশ্চয়ই ভাবছেন কাবেরী যে মোটা অঙ্কের বেতন পান, কি তার যোগ্যতা রয়েছে? জেনে অবাক হবেন, তিনি শুধুমাত্র বি.এ. পর্যন্ত পড়াশোনা করেছেন মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে।

তবে কাবেরী কালানিধির জীবনের মোড় ঘুরে যায় যখন তিনি ১৯৯১ সালে প্রাক্তন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী মুরাসেলির ছেলে কালানিধি মারানকে বিয়ে করেন। তবে কালানিধি বিয়ের আগেই সান টিভি প্রতিষ্ঠা করেছিলেন। এও বলা হয় যে, সান টিভি গ্রুপকে একটি দারুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য কাবেরীর বড় অবদান রয়েছে।

সান টিভিকে এই মুহূর্তে দেশের বৃহত্তম টিভি চ্যানেল গোষ্ঠীর মধ্যে গণ্য করা হয়। এছাড়া কালানিধি মারানের আইপিএল ফ্রাঞ্চাইজি দলের নাম সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Hyderabad), যেখানে তাদের কন্যা কাব্য মারানকে (Kavya Maran) পরিচালনা করতে দেখা যায়। তিনিও বিদেশ থেকে বিজনেস ম্যানেজমেন্টের পড়াশোনা শেষ করে পারিবারিক ব্যবসার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন।