দেশের সবচেয়ে স্বল্প দূরত্বের স্টেশন, পৌঁছাতে লাগে ১ সেকেন্ড! রয়েছে এই বাংলাতেই

Indian Railways: ভারতীয় রেলকে দেশের ‘লাইফলাইন’ বলা হয়। ব্রিটিশদের যুগে শুরু হওয়া এই রেল মানব জীবনে এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। রেলের মাধ্যমে দেশের যেকোন প্রান্তে পৌঁছানো যায়। তবে কোন কোন রেল স্টেশনের দূরত্ব অনেক বেশি আবার কিছু রয়েছে যেগুলো চোখের পলক ফেলা মাত্রই পৌঁছানো যায়। এই প্রতিবেদনে তেমনি দুই রেল স্টেশনের কথা বলা হয়েছে, যেখানে পৌঁছাতে লাগে মাত্র ১ সেকেন্ড।

ভারতীয় রেল পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। বিশেষ করে দূরে যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে কম খরচে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। সর্বস্তরের মানুষ এই রেল পরিষেবার স্বচ্ছন্দে ব্যবহার করতে পারেন। আর এই রেল পরিষেবা উন্নতি করনের কাজে নিরলস পরিশ্রম করে চলেছে ভারতীয় রেল।

ভারতবর্ষের নানান প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য রেল স্টেশন, যেগুলোকে ঘিরে রয়েছে অনেক অজানা ইতিহাস। আর তেমনি দুটি স্টেশনের কথা বলা হয়েছে, যে দুই স্টেশনের মধ্যে ট্রেন চলাচলে সময় লাগে মাত্র এক সেকেন্ড।

শুনে অবাক হলেন তো? তাহলে এবার নিশ্চয়ই ভাবছেন যে এই দুটো স্টেশনের মধ্যে দূরত্ব কতটুকুই বা হতে পারে! কিন্তু এই স্টেশন দুটি সত্যিই ব্যতিক্রম। জেনে অবাক হবেন যে, এই স্টেশন দুটি রয়েছে আমাদের রাজ্যের মহানগরীতেই, অর্থাৎ কলকাতায়। স্টেশন দুটি হল কলকাতার সাব-আর্বান রেলের অধীনে টালিগঞ্জ এবং লেকগার্ডেন্স স্টেশন।

Image

এই স্টেশন দুটির মধ্যে দূরত্ব খুবই সামান্য। এমনকি টালিগঞ্জের ২ নম্বর প্লাটফর্ম থেকে লেকগার্ডেন্স এর প্লাটফর্মের দূরত্ব মাত্র ১১০ মিটার। শুনলে অবাক হবেন যে এই দূরত্বে লোকাল ট্রেনের চারটি বগির সমান। এত কম দূরত্বের দুটি স্টেশন গোটা দেশে আর কোথাও নেই। আশ্চর্যের বিষয় হল, ১২ বগির ট্রেন দাঁড়িয়ে গেলেও এই দুটি স্টেশন থেকেই যাত্রীরা উঠতে পারেন।