ভারতবর্ষের এই গ্রামে পাথরের বৃষ্টি হয়, আতঙ্কে রয়েছে মানুষজন

২১ শতকেও এমন কিছু রহস্যময় ঘটনা ঘটে চলেছে, যা বিজ্ঞানকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। কানপুরে এইরকম ঘটনা ঘটেছে এবং ওই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। গ্রামবাসীরা রহস্যময় পাথর বৃষ্টির কারণে দিনে বা রাতে ঘুমাতে পারছেন না। স্থানীয় পুলিশও এই রহস্যময় ঘটনার সমাধান বের করতে পারেনি। অনেক গ্রামবাসী আছে যারা গ্রাম ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

ঘটনাটি ২০১৭ সালের! কানপুরের ঘটমপুর তহসিলের কুশমান্ডায়, যেখানে পাথরের বৃষ্টিতে শতাধিক পরিবার আতঙ্কের মধ্যে দিন কাটায়। প্রথমে স্থানীয়রা এটিকে মানুষের উৎপাত বলে পুলিশে খবর দেয়। কিন্তু পুলিশ আসা সত্ত্বেও পাথরের বৃষ্টি থামেনা তখন পুলিশেরও চোখ কপালে ওঠে। 

Image

কেউ কেউ ঘটনাটিকে অলৌকিক ঘটনা বলেও দাবি করেছেন। কারণ ওই এলাকায় কবরস্থান নিয়েও মানুষের মধ্যে ভূতের আতঙ্ক রয়েছে। অবশেষে পাথর বৃষ্টির সত্যতা জানতে একদল রিপোর্টার সেখানে পৌঁছায় এবং ঘটনাটি সত্য বলে প্রমাণিত হয়। এই রহস্যময় পাথরবৃষ্টিতে এলাকার সবাই আতঙ্কিত হয়ে পড়েন।

প্রতিটি বাড়িতে পাথর বৃষ্টি হয় এবং সেখানকার লোকগুলি পাথর সংগ্রহ করে। পাথর বর্ষণের খবর পেয়ে স্থানীয় পুলিশ ও ঘটনা সত্যতা জানতে গ্রামে পৌঁছায়। পুলিশের সামনেই পাথর বর্ষণ হওয়ায় প্রশাসনিক বিভাগও অবাক হয়েছিল। এই পরিস্থিতি এতটাই খারাপ হয় যে গ্রামবাসীরা গ্রাম ছেড়ে চলে যাওয়ার উদ্যোগ নেয় এবং তার আগেই।কিছু পরিবার গ্রাম ছেড়ে পালিয়ে যায়। এই রহস্যের সমাধান আজও হয়নি।

তবে শুধু পাথর বৃষ্টি নয়, এর আগেও রক্ত বৃষ্টি, মাছ বৃষ্টি, সাপ বৃষ্টি আরো অদ্ভুত ধরনের ঘটনা ঘটেছে। প্রযুক্তি যতই এডভান্স হয়ে উঠুক না কেন, অনেক রহস্য আজও রহস্যই থেকে গেছে।