এটি ভারতের সবচেয়ে ধীরগতির ট্রেন, ঘণ্টায় মাত্র ১০ কিলোমিটার গতিতে চলে

Slowest trains in India: আমাদের দেশের মানুষেরা দূরপাল্লা ভ্রমণের জন্য সাধারণত এক্সপ্রেস ট্রেনকেই বেছে নেন। বর্তমানে, বন্দে ভারতের মতে দ্রুতগামী ট্রেনও রয়েছে। ট্রেনে ভ্রমণ করা যেমন আরামদায়ক, তেমনি খরচের দিক দিয়েও অনেক কম। এছাড়া ট্রেনগুলিকে যানজটের মতো সমস্যায় পড়তে হয় না, ফলে বিরতিহীনভাবে চলে।

Image

কিন্তু আপনি জেনে অবাক হবেন, ভারতে এমন একটি এক্সপ্রেস ট্রেন রয়েছে যেটি ঘন্টায় ১০ কিলোমিটারেরও কম গতিতে চলে। এটি দেশের সবচেয়ে ধীরগতির ট্রেন। তা সত্ত্বেও যাত্রার জন্য লড়াই হয় বা টিকিট বুক করার জন্য ঝগড়া হয়, তাহলে আপনার প্রতিক্রিয়া কেমন হবে? এবার এই ট্রেনটির সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক…

Image

ভারতের এই ধীরগতির ট্রেনটির নাম ‘মেট্টুপালায়ম উটি নীলগিরি প্যাসেঞ্জার ট্রেন’ (Mettupalayam Ooty Nilgiri Passenger Train) বা ‘নীলগিরি মাউন্টেন ট্রেন’ (Nilgiri Mountain Train) নামেও পরিচিত। এর গতি ঘন্টায় ১০ কিলোমিটার। এটি আসলে স্টিম ইঞ্জিনের সাহায্যে চলে। এই ট্রেনটি তামিলনাড়ুর উটি এলাকার পাহাড়ে চলে। ট্রেনটি ৪৬ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে প্রায় পাঁচ ঘন্টা সময় নেয়। 

Image

তামিলনাড়ুর মেট্টুপালায়ম থেকে উটি রেল স্টেশনের মধ্যে প্রতিদিন ট্রেনটি চলাচল করে। কেলার, কুনুর, ওয়েলিংটন, লাভডেলি এবং ও ওকাটামুন্ডের মত স্টেশনগুলি এর পথে পড়ে। সাধারণত এই ট্রেনটি পাঁচ ঘন্টায় ৪৬ কিলোমিটারে যাত্রা শেষ করে, আবার কখনো কখনো বৃষ্টিপাত বা খারাপ আবহাওয়ার কারণে ৬-৭ ঘন্টায়ও লেগে যায়। এই ট্রেনে প্রথম এবং সাধারণ উভয় শ্রেণীর কোচ রয়েছে।

Image

জানিয়ে রাখি, নীলগিরি মাউনটেন্ট রেলওয়ে এশিয়ার সবচেয়ে কঠিন ট্রাক হিসেবে বিবেচিত হয়। এই রুটে গোল গোল পাহাড় কেটে রেলের জন্য ট্রাক বসানো হয়েছে। মানুষেরা এই পথটিকে ইঞ্জিনিয়ারিংয়ের একটি বড় অলৌকিকও বলে। এই ট্রেন উঁচু পাহাড়, সুন্দর উপত্যকা এবং ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যায়। মজার বিষয় হলো, এই ট্রেনটি এতটাই ধীর গতিতে চলে, যে আপনি ট্রেন থেকে নেমে গিয়েও আবার ছুটে ট্রেনটি ধরতে পারবেন।