এই ক্রিকেটার গোবিন্দার জামাই, এবার বদলে যেতে পারে শাহরুখ খানের কেকেআরের ভাগ্য!

Govinda’s son-in-law cricketer: ২০২৩ আইপিএলের দ্বিতীয় ম্যাচে কেকেআর পাঞ্জাবের মুখোমুখি হয়েছে। এই দলটিকে নেতৃত্ব দিচ্ছেন বাঁহাতি ব্যাটসম্যান নীতিশ রানা (Nitish Rana)। সম্প্রতি শ্রেয়াস আয়ারের ইনজুরির কারণে তার কাঁধে দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে। গত কয়েক মরসুম ধরে তিনি এই দলটির হয়েই খেলছেন।

নীতিশ রানা এছাড়াও দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন। এদিকে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করলেও সেভাবে ছাপ ফেলতে পারেননি। ভারতের হয়ে একটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তবে তিনি ক্রিকেটার হওয়ার পাশাপাশি তার আরও একটি বড় পরিচয় রয়েছে।

Image

তিনি বলিউড অভিনেতা গোবিন্দার জামাই। সম্প্রতি কপিল শর্মা শো-তে এই কথা জানা গিয়েছিল। আসলে গোবিন্দার ভাগ্নে কৃষ্ণা অভিষেক কপিল শর্মা শো-তে বলেছিলেন যে, নীতিশ রানার স্ত্রী সাঁচি মারওয়াহ তার খুরতুতো বোন। তিনি নীতিশ রানার শ্যালক হন। সুতরাং গোবিন্দার ভাইঝি সাঁচি মারওয়াহের স্বামী হওয়ায় নীতিশ রানা তার জামাই হন। 

Image

২০১৬ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে অভিষেক হয় নীতিশ রানার। ২০১৭ সালে তিনি মিডিল অর্ডারে ১২ ইনিংসে ৩৩৩ রান করেন। এর মধ্যে কয়েকটি ম্যাচ জেতানো ইনিংসও ছিল। এরপর ২০১৮ আইপিএল নিলামে কেকেআর তাকে ৮ কোটি টাকায় কিনে নেয়। নীতিশ রানা এখনো পর্যন্ত আইপিএলে ৯১ ম্যাচে ২৭ গড়ে ১৩৪ স্ট্রাইক রেটে ২১৮১ রান করেছেন।

Image

সম্প্রতি সৈয়দ মোস্তাক আলী ট্রফিতেও দিল্লির হয়ে অধিনায়কত্ব করেছেন নীতিশ রানা। রানা ১২টি টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন, যেখানে ৮টি জয় এবং ৪টিতে হেরেছেন। তবে এই রঞ্জির মরসুমে খারাপ পারফরম্যান্সের কারণে দিল্লির দল থেকে বাদ পড়েছেন তিনি। এবার আইপিএলের ১৬তম আসরে পাঞ্জাব কিংসের বিপক্ষে কেকেআর দল তাদের অভিযান শুরু করেছে।