ভারতীয় রেল: ৭ ঘন্টায় ৫৫০ কিমি সফর করার পর বিরতি নেয়, এটি দেশের দীর্ঘতম বিরতিহীন ট্রেন

Indian Railways: আপনি অবশ্যই ট্রেনে ভ্রমণ করেছেন। আপনি নিশ্চয়ই দেখেছেন যে ভারতীয় রেল ইন্টারসিটি, এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস-র মত বিভিন্ন বিভাগের ট্রেন চালায়। এই সমস্ত ট্রেনের চলার গতি এবং সুবিধাও আলাদা। এই প্রতিবেদনে এমন একটি ট্রেন সম্পর্কে বলা হয়েছে যা গতির দিক দিয়ে ভারতের সবচেয়ে দ্রুতগামী শতাব্দী এক্সপ্রেসকেও পেছনে ফেলতে পারে। একবার শুরু করলে ৫২৮ কিলোমিটার পর্যন্ত অবিরাম চলে।

এই বিরতিহীন চলমান ট্রেনটির নাম ত্রিভান্দ্রম-নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেস। এই ট্রেনটি রাজধানী দিল্লির হযরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন থেকে শুরু করে কেরালার রাজধানীর ত্রিভান্দ্রম পর্যন্ত যায়। এই সময় প্রায় হাফ-ডজন রাজ্য পেরিয়ে ২৮৪৫ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এবং ৪২ ঘণ্টার পর তার গন্তব্যে পৌঁছায়। তবে এই ট্রেনটি খুব কম স্টেশনেই থামে।

Image

মজার ব্যাপার হলো, রাজস্থানের কোটা থেকে গুজরাটের ভাদদোরার দূরত্ব ৫২৮ কিলোমিটার। সুপার স্পিডে নন-স্টপ চলার পর ট্রেনটির এই দ্রুত অতিক্রম করতে প্রায় ৬.৫ ঘন্টা লাগে। কোনও স্টপেজ ছাড়াই এত দীর্ঘ সময় ধরে চলা এটি ভারতের দীর্ঘতম বিরতিহীন ট্রেন। অন্যদিকে হাওড়া-অমৃতসর এক্সপ্রেস ১১৫টি স্টেশনে চলাচলকারী সবচেয়ে কম ঘনত্বের ট্রেন।

ত্রিভান্দ্রম-নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেস ট্রেন উত্তর রেলওয়ের অধীনে আসে। এই ট্রেনটি ১৯৯৩ সালে শুরু হয়েছিল। জানা যায়, ট্রেনটি দিল্লি থেকে রবিবার, মঙ্গলবার ও বুধবার চলে। এর পাশাপাশি এটি কেরালা, কর্ণাটক, গোয়া, মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, হরিয়ানা এবং দিল্লির উপর দিয়ে যায়।

Image

ত্রিভান্দ্রম-নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেস ট্রেনটিতে দুটি ফার্স্ট ক্লাস এসি সহ মোট ২১টি বগি রয়েছে। ১৯৯৫ সাল পর্যন্ত ট্রেনটিতে মাত্র ১১টি বগি ছিল। এই ট্রেনটির মতোই চেন্নাই রাজধানী এক্সপ্রেস, সেকেন্দ্রাবাদ রাজধানী, মাদাগাঁও রাজধানী এবং ব্যাঙ্গালোর রাজধানী এক্সপ্রেসও এই রুট ধরে যায়।