GK : কোন ফলটি বিদেশ থেকে আনা নিষিদ্ধ, ধরা পড়লেই জেল হতে পারে?

বিদেশ থেকে আনা নিষিদ্ধ কোন ফলটি জানেন?

General Knowledge Quiz : সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি মানুষের পড়তে বেশ ভালই লাগে এবং এগুলি মানুষের নলেজকে বুস্ট করে তোলে। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা ইন্টারভিউতে এই ধরনের প্রশ্ন গুলি করা হয়। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো যা আপনাকে অবাক করতে পারে।

১) প্রশ্নঃ প্রশ্নঃ ভারতের প্রথম ট্রেনের নাম কি ছিল যা মুম্বাই থেকে থানে চলেছিল?
উত্তরঃ প্রথম ভারতীয় ট্রেনের নাম ছিল ব্ল্যাক বিউটি।

২) প্রশ্নঃ কোন নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয়?
উত্তরঃ দামোদর নদীকে ‘পশ্চিমবঙ্গের দুঃখ’ বলা হয়। অতীতে বন্যার সময় প্রচুর ক্ষয়ক্ষতি করত এই নদী।

৩) প্রশ্নঃ কলকাতাকে ‘আলিনগর’ নামকরণ কে করেছিলেন?
উত্তরঃ সিরাজ-উদ-দৌলা কলকাতার নাম পরিবর্তন করে আলীনগর রাখেন।

৪) প্রশ্নঃ কোন রাজ্যে সর্বাধিক শীতকালীন বৃষ্টিপাত হয়?
উত্তরঃ তামিলনাড়ুতে শীতকালীন সর্বাধিক শীতকালীন বৃষ্টিপাত হয়।

৫) প্রশ্নঃ বিশ্বের প্রাচীনতম রেলস্টেশন কোনটি?
উত্তরঃ লিভারপুল রেলওয়ে স্টেশন (Liverpool Railway Station) বিশ্বের সবচেয়ে প্রাচীন রেলওয়ে স্টেশন।

Image

৬) কোন যন্ত্রের সাহায্যে বাতাসের আর্দ্রতা পরিমাপ করা হয়?
উত্তরঃ হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে বাতাসের আর্দ্রতা পরিমাপ করা হয়।

৭) প্রশ্নঃ ভারতের অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র নদী কি নামে প্রবেশ করেছে?
উত্তরঃ দিহাং নামে ব্রহ্মপুত্র নদী ভারতে প্রবেশ করেছে।

৮) প্রশ্নঃ লক্ষ্মণের জীবন রক্ষার জন্য কোন চিকিৎসক শ্রী রামকে সঞ্জীবনী ভেষজের গোপন কথা বলেছিলেন?
উত্তরঃ সুষেণ।

৯) প্রশ্নঃ ভারতে আসার জলপথ কে আবিষ্কার করেন?
উত্তরঃ পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ১৪৯৮ সালে ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন।

১০) প্রশ্নঃ কোন ফলটি বিদেশ থেকে আনা নিষিদ্ধ, ধরা পড়লেই জেল হতে পারে?
উত্তরঃ আসলে নারকেল এমন একটি ফল যা বিমানে কোন যাত্রী নিয়ে যেতে পারবেন না। যেহেতু বেশিরভাগ মানুষ প্লেনে করে বিদেশ যাত্রা করেন বলে এই ফলটি কেউ নিয়ে আনতে পারেনা। এর কারণ হিসেবে বলা হয়েছে যে বিমানে এটিকে আগ্নেয় অস্ত্র হিসেবে দেখা হয়, অর্থাৎ এর ভিতরে কোন বোমা রাখা যেতে পারে। এমনকি এটি ফেটে গেলে নারকেলের জল বিমানের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।