ক্যুইজ : রাহুল গান্ধী হিন্দু নাকি মুসলিম? উত্তর জানলে অবাক হবেন!

জানেন রাহুল গান্ধী কোন ধর্মের মানুষ?

General Knowledge Quiz : যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার আগে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি জেনে রাখা খুবই প্রয়োজন। এমনকি ইন্টারভিউতেও এই ধরনের প্রশ্নগুলি করা হয়। এগুলি মানুষের নলেজকে বাড়িয়ে তোলে। এই প্রতিবেদনে তেমনি কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে, এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ জানেন অজন্তা ও ইলোরা গুহা ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ মহারাষ্ট্র রাজ্যে অজন্তা ও ইলোরা গুহা অবস্থিত।

২) প্রশ্নঃ কোন ভারতীয় মহাপুরুষের জন্মদিনে ‘জাতীয় যুব দিবস’ পালন করা হয়?
উত্তরঃ স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন উপলক্ষে প্রতিবছর ১২ই জানুয়ারি ‘জাতীয় যুব দিবস’ পালিত হয়।

৩) প্রশ্নঃ সর্বপ্রথম সৌরজগৎ কে আবিষ্কার করেছিলেন?
উত্তরঃ ১৫৪৩ সালে বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কোপার্নিকাস (Nicolaus Copernicus) সৌরজগৎ আবিষ্কার করেছিলেন।

৪) প্রশ্নঃ ISRO দ্বারা তৈরি প্রথম কৃত্রিম উপগ্রহটির নাম কী?
উত্তরঃ ISRO ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট তৈরি করে, যা ১৯৭৫ সালে উৎক্ষেপণ করা হয়।

৫) প্রশ্নঃ জানেন মাউন্ট এভারেস্টের (Mount Everest) প্রাচীন নাম কী ছিল?
উত্তরঃ মাউন্ট এভারেস্টকে ১৮৫৬ সালে ব্রিটিশরা P XV (P15) নামে অভিহিত করে।

৬) প্রশ্নঃ মেঘনা নদীটি কোন দুটি নদীর মিলিত স্রোত?
উত্তরঃ গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর মিলিত স্রোতে তৈরি হয়েছে মেঘনা নদী।

৭) প্রশ্নঃ নিরক্ষরেখা কয়টি মহাসাগরের উপর দিয়ে প্রবাহিত হয়েছে? 
উত্তরঃ তিনটি — প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর ও ভারত মহাসাগর।

৮) প্রশ্নঃ পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, তাকে কী বলা হয়?
উত্তরঃ জিয়ড (Geode)।

৯) প্রশ্নঃ চাঁদের কত শতাংশ অংশ পৃথিবী থেকে দেখা যায়?
উত্তরঃ পৃথিবী থেকে চাঁদের ৫৭% দেখা যায়।

Image

১০) প্রশ্নঃ রাহুল গান্ধী (Rahul Gandhi) হিন্দু নাকি মুসলিম?
উত্তরঃ ভারতীয় সংস্কৃতিতে আমরা পিতার ধর্মকে তাদের সন্তানদের প্রধান ধর্ম হিসাবে বিবেচনা করি। তাই রাজীব গান্ধী তার পিতার দিক থেকে পার্সি এবং মাতার দিক থেকে হিন্দু। এদিকে রাজীব গান্ধী ইতালীয় খ্রিস্টান সোনিয়াকে বিয়ে করেছিলেন। তাই রাহুল গান্ধী তার বাবার দিক থেকে পার্সি এবং মাতার দিক থেকে খ্রিস্টান। কিন্তু, তিনি হিন্দু নন বা মুসলিমও নন।