ঘোষিত হল আইপিএলের পূর্ণাঙ্গ সময়সূচী, জেনে নিন ম্যাচের দিনক্ষণ

বহু প্রতীক্ষিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৩ দিন আগেই পূর্ণাঙ্গ সময়সূচি ঘোষণা করল বিসিসিআই। করোনাভাইরাসের সংক্রমনের মধ্যেই আগামী ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে আইপিএলের ১৩তম আসর। ইতিমধ্যেই করোনা আতঙ্ক কাটিয়ে চেন্নাই নেমে পড়েছে অনুশীলনে। নেটে পুরোদমে ব্যাটিং করছেন আরসিবি ক্যাপ্টেন বিরাট কোহলিও। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১০ নভেম্বর। 

https://twitter.com/IPL/status/1302569105111674881?s=20

১৯ সেপ্টেম্বর আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও রানার্সআপ দল চেন্নাই সুপার কিংস। মোট  ৫৩ দিনের প্রতিযোগিতা। আরববের তিনটি স্টেডিয়ামে হবে সব ম্যাচ। মোট ১০টি ডবল হেডার রয়েছে প্রতিযোগিতায়। ডবল হেডারগুলি ভারতীয় সময় বিকেল সাড়ে তিনটে ও সন্ধা সাড়ে সাতটায় শুরু হবে। তবে এখন প্লে অফের ভেন্য়ু ও আইপিএল ২০২০ ফাইনালের ভ্যেনু ঘোষণা করা হয়নি।

Image

দেখে নিন ২০২০ আইপিএলের পূর্ণাঙ্গ সময়সূচী:

Image

Image

Image

Image

 

 

 

error: Content is protected !!