GK প্রশ্ন : জানেন ভারতের একমাত্র ফাঁসির দড়ি তৈরি হয় কোন জেলে? 

দেশের কোন জেলে একমাত্র ফাঁসির দড়ি তৈরি হয়?

General Knowledge Quiz : ভারতে সর্বোচ্চ মৃত্যুদন্ড হলো ফাঁসি। অপরাধের ফাঁসির দিন কার্যকর হলে বিভিন্ন রকম নিয়মের মধ্য দিয়ে যেতে হয়। তবে ফাঁসির দড়ি কেবল একটি জেলেই তৈরি হয়, জানেন সেটা কোনটি? এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো।

১) প্রশ্নঃ জলের তো স্বাদ নেই তাহলে জল খেতে মিষ্টি লাগে কেন?
উত্তরঃ আমাদের মুখের লালার মধ্যে যে ব্যাকটেরিয়া থাকে তার জন্য জল খেতে মিষ্টি লাগে।

২) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যের মানুষ সবথেকে বেশি মদ্যপান করে?
উত্তরঃ ছত্রিশগড়ের মানুষেরা সবথেকে বেশি মদ্যপান করে।

৩) প্রশ্নঃ ATM ঘরে ২৪ ঘন্টায় AC চলে কেন?
উত্তরঃ এটিএম মেশিনকে ঠান্ডা রাখার জন্য, যাতে যন্ত্রাংশের কোন অংশ গরমে নষ্ট হয়ে গিয়ে কাগজের টাকা পুড়ে না যায়।

৪) প্রশ্নঃ স্বামী মারা যাওয়ার পর সিঁদুর পরলে কী হয়?
উত্তরঃ আসলে, স্বামীর দীর্ঘায়ু ও মঙ্গল কামনার জন্য হিন্দু মহিলারা সিঁদুর পরে, তাই স্বামীর মৃত্যুর পর সিঁদুর পড়ার কোনও মানেই হয় না।

৫) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যের আগের নাম ছিল কামরূপ?
উত্তরঃ আসামের আগে নাম ছিল কামরূপ।

৬) প্রশ্নঃ চীনের প্রাচীর পায়ে হেঁটে পার করতে কতদিন সময় লাগে?
উত্তরঃ চীনের প্রাচীর পায়ে হেঁটে পার করতে প্রায় ১৮ মাস সময় লাগবে।

Image

৭) প্রশ্নঃ মুর্শিদাবাদকে কোন নদী দুই ভাগে ভাগ করেছে?
উত্তরঃ ভাগীরথী নদী মুর্শিদাবাদকে দুই ভাগে ভাগ করেছে।

৮) প্রশ্নঃ পৃথিবীতে প্রথম যে বইটি ছাপানো হয়েছিল সেই বইটির নাম কী?
উত্তরঃ গুটেনবার্গ তার ছাপাখানায় ল্যাটিন ভাষায় যে বইটি প্রথম ছাপিয়েছিলেন তার নাম বাইবেল।

৯) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি রেললাইন আছে?
উত্তরঃ উত্তর প্রদেশ রাজ্যে সবথেকে বেশি রেললাইন আছে।

Image

১০) প্রশ্নঃ জানেন ভারতের একমাত্র ফাঁসির দড়ি তৈরি হয় কোন জেলে? 
উত্তরঃ বিহারের বক্সার জেলে তৈরি হয় একমাত্র ফাঁসির দড়ি।