GK প্রশ্ন : জানেন বিয়ের কার্ডে প্রজাপতির ছবি থাকে কেন?

যে কারণে বিয়ের কার্ডে প্রজাপতির ছবি থাকে?

General Knowledge Quiz : শুরু হয়েছে বাঙালির বিয়ের মরসুম। নিশ্চয়ই আপনিও বিয়ের কার্ডের লক্ষ্য করেছেন প্রজাপতি ছবি। এমনকি ‘শ্রীশ্রী প্রজাপতয়ে নমঃ’ কথাটিও লেখা থাকে। কিন্তু জানেন বিয়ের কার্ডের প্রজাপতির ছবি থাকে কেন? এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর জেনে নিন।

১) প্রশ্নঃ কোন দেশ গোটা বিশ্বকে চিনি আবিষ্কারের পদ্ধতি শিখিয়েছিল?
উত্তরঃ ভারতবর্ষ গোটা বিশ্বকে চিনি আবিষ্কারের পদ্ধতি শিখিয়েছিল।

Image

২) প্রশ্নঃ কোন জীব একটা জিনিসকে দুটো করে দেখে?
উত্তরঃ হাতি যে কোন জিনিসকে দুটো করে দেখে।

৩) প্রশ্নঃ ভারতের সবথেকে ব্যয়বহুল সিনেমা কোনটি?
উত্তরঃ ভারতের সবথেকে ব্যয়বহুল সিনেমা হল আদিপুরুষ।

৪) প্রশ্নঃ একটি মশা সেকেন্ডে কতবার তার টানা ঝাপটায়?
উত্তরঃ একটি মশা সেকেন্ডে প্রায় ৩০০-৬০০ বার ডানা ঝাপটায়, এজন্যই মশা ওড়ার শব্দ শোনা যায়।

Image

৫) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে সবথেকে বেশি ঘূর্ণিঝড় হয়?
উত্তরঃ চীন দেশে সবথেকে বেশি ঘূর্ণিঝড় হয়।

৬) প্রশ্নঃ থাইল্যান্ড কথাটির বাংলা কী?
উত্তরঃ থাইল্যান্ড কথাটির বাংলা মুক্তভূমি।

৭) প্রশ্নঃ লাভ করবার ইচ্ছাকে এক কথায় কী বলা হয়?
উত্তরঃ লাভ করবার ইচ্ছাকে লিপ্সা বলা হয়।

৮) প্রশ্নঃ একটি ঘোড়া ২৪ ঘন্টার মধ্যে কত ঘন্টা ঘুমিয়ে কাটায়?
উত্তরঃ একটি ঘোড়া সারাদিনে মাত্র তিন ঘন্টা ঘুমিয়ে কাটায়, তাও আবার দাঁড়িয়ে।

৯) প্রশ্নঃ কোন দেশে সরকারি কর্মচারীরা সাইকেল চালিয়ে কাজে এলে অতিরিক্ত বেতন দেওয়া হয়?
উত্তরঃ নেদারল্যান্ড দেশে।

Image

১০) প্রশ্নঃ জানেন বিয়ের কার্ডে প্রজাপতির ছবি থাকে কেন?
উত্তরঃ আসলে, এখানে প্রজাপতি হলেন ভগবান ব্রহ্মা। তিনি প্রজাদের প্রতীক। প্রজা মানে সাধারণ প্রাণীর সৃষ্টি তাঁর হাতেই। সেই মহানপুরুষকে নমস্কার জানিয়েই বিবাহের পত্রে ‘শ্রীশ্রী প্রজাপতয়ে নমঃ’ কথাটি লেখা হয়, যার অর্থ- পরমব্রহ্মকে নমস্কার। এখানে পতঙ্গ প্রজাপতির সাথে কোন সম্পর্ক নেই।