GK কুইজ: ভারতের জাতীয় ফল তো আম, জানেন পশ্চিমবঙ্গের জাতীয় ফল কী?

জানেন পশ্চিমবঙ্গের জাতীয় ফলের নাম কী?

General Knowledge Quiz: দেশের মতো প্রত্যেকটা রাজ্যেই ফুল, ফল, পাখি, পশুর বিশেষ সম্মান রয়েছে আর সেগুলি ‘জাতীয়’ বলে বিবেচিত হয়। এখানে ফলও ব্যতিক্রম নয়। ভারতের জাতীয় ফল আম, তবে জানেন পশ্চিমবঙ্গের জাতীয় ফলের নাম কি? যাইহোক এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে যা আপনাকে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সহায়তা করতে পারে।

১) প্রশ্ন: ভারতের দীর্ঘতম দূরত্ব ট্রেন কোনটি?
ক) রাজধানী এক্সপ্রেস
খ) শতাব্দী এক্সপ্রেস
গ) বিবেক এক্সপ্রেস
ঘ) সমঝোতা এক্সপ্রেস
উত্তর: গ) বিবেক এক্সপ্রেস
— বিবেক এক্সপ্রেস যা অসমের ডিব্রুগড় থেকে তামিলনাড়ু কন্যাকুমারী পর্যন্ত চলে, সেটাই ভারতের সবচেয়ে দীর্ঘতম রুট। এই যাত্রাপথের দূরত্ব হল ৪২৮৬ কিলোমিটার এবং সময় লাগে ৮২ ঘন্টা ৩০ মিনিট।

২) প্রশ্ন: ভারতে আবিষ্কৃত প্রাচীনতম শহর কোনটি?
ক) সিন্ধু
খ) হরপ্পা
গ) মহেঞ্জোদারো
ঘ) পাঞ্জাব
উত্তর: খ) হরপ্পা
— হরপ্পা আবিষ্কার করেন প্রত্নতত্ত্ববিদ দয়ারাম সাহানি। তিনি ১৯২১ সালে সিন্ধু উপত্যকায় খননকার্য চালিয়ে হরপ্পার উদ্ধার করেন।

৩) প্রশ্ন: বলিউডের প্রথম সুপারস্টার হিসেবে কাকে বিবেচনা করা হয়?
ক) রাজ কাপুর
খ) রাজেশ খান্না
গ) শাহরুখ খান
ঘ) অমিতাভ বচ্চন
উত্তর: খ) রাজেশ খান্না
— ৬০-৭০ দশকে বলিউডের সুপারস্টার ছিলেন রাজেশ খান্না। এই সময় জুড়ে তাঁর কোনও প্রতিদ্বন্দি ছিল না। ওই পুরোসময়টাই বলিউডকে তিনি একাই মাতিয়ে রেখেছিলেন। উজ্জ্বল ক্যারিয়ার, প্রেম ও বিয়ে সব দিক থেকেই আলোচিত ছিলেন সুপারস্টার রাজেশ খান্না।

৪) প্রশ্ন: ভারতের কোন রাজ্য ‘চিনির পাত্র’ নামে পরিচিত?
ক) অন্ধ্রপ্রদেশ
খ) ত্রিপুরা
গ) কর্ণাটক
ঘ) উত্তর প্রদেশ
উত্তর: ঘ) উত্তর প্রদেশ
— উত্তরপ্রদেশ ‘ভারতের চিনির পাত্র বা বাটি’ নামে পরিচিত। উত্তরপ্রদেশ আখের সর্বোচ্চ উৎপাদনকারী রাজ্য। আখ উৎপাদনে এই রাজ্যের প্রায় ৪০% ভাগ রয়েছে। উত্তরপ্রদেশের বুলন্দ শহর, সাহারানপুর, মীরাট এবং বেরিলি শহরগুলি আখ চাষের জন্য বিখ্যাত।

Image

৫) প্রশ্ন: ভারতের জাতীয় ফল আম, জানেন পশ্চিমবঙ্গের জাতীয় ফল কী?
ক) কাঁঠাল
খ) জাম
গ) আম
ঘ) নারকেল
উত্তর: গ) আম
— দেশের মতো রাজ্যেরও জাতীয় ফল হল আম। খুব কম মানুষই আছেন যারা এই আমের মিষ্টতায় মুগ্ধ নয়। আমের এই বিশেষ গুণের জন্য পশ্চিমবঙ্গ ও ভারত সরকার আম কে জাতীয় ফল হিসেবে ঘোষণা করেছে।