GK প্রশ্ন : ভারতের ইংরেজি নাম ইন্ডিয়া, জানেন আর কোন কোন দেশের নাম ইংরেজিতে রয়েছে?

ভারত ছাড়াও আর কোন দেশের নাম ইংরেজিতে রয়েছে?

General Knowledge Quiz : ব্রিটিশরা এক সময়ে প্রায় সমগ্র পৃথিবী দখল করে রেখেছিল এবং তারা যে সমস্ত জায়গায় উপনিবেশ গড়ে সেখানকার একটি নামও দেয়। যেমন ভারতবর্ষের নাম ইংরেজি ইন্ডিয়া। এমনই বেশ কয়েকটি দেশের নাম ইংরেজিতে রয়েছে। আপনি কি নামগুলি জানেন? এই প্রতিবেদনে এমনই কয়েকটি অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ সপ্তাহে কয়দিন করলা খেলে রক্ত পরিষ্কার হয়?
উত্তরঃ প্রতি সপ্তাহে দুইদিন করলা খেলে রক্ত পরিষ্কার হয়।

২) প্রশ্নঃ একবার হাঁচি দিলে আমাদের শরীর থেকে কত লক্ষ জীবাণু বেরিয়ে আসে?
উত্তরঃ হাঁচির মাধ্যমে প্রায় ১০ লক্ষ জীবাণু বেরিয়ে আসে।

৩) প্রশ্নঃ পাকিস্তান দেশের সবচেয়ে দীর্ঘতম নদীর নাম কী?
উত্তরঃ সিন্ধু পাকিস্তান দেশের সবচেয়ে দীর্ঘতম নদী।

৪) প্রশ্নঃ ভারতের কোন যুদ্ধে প্রথম কামানের ব্যবহার করা হয়েছিল?
উত্তরঃ পানিপথের যুদ্ধে প্রথম কামানের ব্যবহার হয়।

৫) প্রশ্নঃ ক্রিকেট খেলার ব্যাটে কোন তেল দিয়ে প্রলেপ দেওয়া হয়?
উত্তরঃ তিসির তেল দিয়ে প্রলেপ দেওয়া হয় ক্রিকেট খেলার ব্যাটে।

৬) প্রশ্নঃ পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি নারকেল উৎপাদিত হয়?
উত্তরঃ ইন্দোনেশিয়ায় সবথেকে বেশি নারকেল উৎপাদিত হয়।

৭) প্রশ্নঃ পৃথিবীর কোন দেশে প্রথম মেট্রো চালু হয়?
উত্তরঃ ইংল্যান্ড দেশে প্রথম মেট্রো চালু হয়।

৮) প্রশ্নঃ বায়ুমন্ডলে কোন গ্যাস সব থেকে বেশি থাকে?
উত্তরঃ নাইট্রোজেন সবথেকে বেশি থাকে বায়ুমন্ডলে।

৯) প্রশ্নঃ বায়ুমন্ডলের রক্ষাকবচ কাকে বলা হয়?
উত্তরঃ ওজোন স্তরকে বায়ুমন্ডলের রক্ষাকবচ বলা হয়।

Image

১০) প্রশ্নঃ ভারতের ইংরেজি নাম ইন্ডিয়া, জানেন আর কোন কোন দেশের নাম ইংরেজিতে রয়েছে?
উত্তরঃ ভারত ছাড়া মিশরের নামও ইংরেজিতে রয়েছে, আসলে গ্রীকরা নীল নদীর তীরে অবস্থিত এই দেশটির নাম দিয়েছিল ইজিপ্টোস। পরবর্তীকালে ইজিপ্ট নামে পরিণত হয়েছে। এছাড়াও বেশ কিছু দেশের নাম ইংরেজিতে রয়েছে যেমন –
নিপ্পন—জাপান
শ্রীলঙ্কা—সিলন
ঝাংগুয়া—চাইনা
ডয়শল্যান্ড—জার্মান
হয়স্তান—আর্মেনীয়া