GK প্রশ্ন : জানেন রবিবারকে সপ্তাহের প্রথম দিন ধরা হয় কেন? 

সপ্তাহের প্রথম দিন হিসেবে রবিবারকে ধরা হয় কেন জানেন

General Knowledge Quiz : আপনি যদি সরকারি বা বেসরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে অবশ্যই সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি জেনে রাখা উচিত। এছাড়া ইন্টারভিউতেও এই ধরনের প্রশ্নগুলি জিজ্ঞাসা করা হয়। এর মাধ্যমে আপনার বুদ্ধির বিকাশ ঘটে এবং জ্ঞানের পরিধি বৃদ্ধি পায়। আজকের এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ জানেন কোন গ্রহকে গ্রহদের গুরু বলা হয়? 
উত্তরঃ বৃহস্পতিকে গ্রহদের গুরু বলা হয়।

২) প্রশ্নঃ ময়ূরের ডাককে এক কথায় কি বলা হয়? 
উত্তরঃ ময়ূরের ডাককে এক কথায় কেকা বলেয়।

৩) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে সবথেকে বেশি সোনার জিনিস ব্যবহার করা হয়?
উত্তরঃ ভারতবর্ষে সবথেকে বেশি সোনার ব্যবহার হয়।

৪) প্রশ্নঃ বলুন তো ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? 
উত্তরঃ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলে।

৫) প্রশ্নঃ রাজা রামমোহন রায় পশ্চিমবঙ্গের কোন জেলায় জন্মগ্রহণ করেছিলেন? 
উত্তরঃ হুগলি জেলায় রাজা রামমোহন জন্মগ্রহণ করেন।

৬) প্রশ্নঃ সুভাষচন্দ্র বসুকে দেশ নায়ক হিসেবে আখ্যা কে দিয়েছিলেন? 
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক বলেছিলেন।

৭) প্রশ্নঃ জানেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? 
উত্তরঃ স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডঃ রাজেন্দ্র প্রসাদ।

৮) প্রশ্নঃ অপরাহ্ন দিনের কোন সময়টিকে বলা হয়? 
উত্তরঃ দুপুর তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সময়কে অপরাহ্ন বলা হয়।

৯) প্রশ্নঃ চাঁদের মাটিতে সরাসরি পেচ্ছাপ করলে কি হবে? 
উত্তরঃ চাঁদের মাটিতে পেচ্ছাপ করলে সঙ্গে সঙ্গে বাষ্পে পরিণত হয়ে যাবে।

১০) প্রশ্নঃ জানেন রবিবারকে সপ্তাহের প্রথম দিন ধরা হয় কেন? 
উত্তরঃ বাইবেল মতে, ৬ দিন ধরে পৃথিবী সৃষ্টি করে ঈশ্বর ষষ্ঠ দিনে বিশ্রাম নিয়েছিলেন। তাই রবিবারকে বিশ্রামের দিন বলে খ্রিস্টধর্মে গণ্য করা হয়।