GK : এমন কোন সবজিতে একটি দেশ, ভাষা ও জেলার নাম দেখা যায়?

দেশ, ভাষা ও একটি জেলার নাম রয়েছে এমন কোন সবজিতে?

General Knowledge Quiz : সোশ্যাল মিডিয়ায় আজকাল আকর্ষণীয় প্রশ্নগুলি ভাইরাল হতে দেখা যায়। আর কৌতুহলপ্রবন ব্যক্তিরা এই ধরনের প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেন। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্নগুলি করা হয়। এই প্রতিবেদনে তেমনি কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসা হল।

১) প্রশ্নঃ জানেন ভারতবর্ষের সবচেয়ে উষ্ণতম জেলা কোনটি?
উত্তরঃ ফালোদি ভারতের উষ্ণতম স্থান হিসেবে পরিচিত, যেখানে তাপমাত্রা ৫১° সেলসিয়াসে পৌঁছেছে। এটি থর মরুভূমির কাছে অবস্থিত।

২) প্রশ্নঃ সবচেয়ে বড় বাঁশ উৎপাদনকারী রাজ্য কোনটি
উত্তরঃ আসাম হলো ভারতের সবচেয়ে বড় বাঁশ উৎপাদনকারী রাজ্য।

৩) প্রশ্নঃ জানেন ভারতের জাতীয় মিষ্টি কোনটি?
উত্তরঃ জিলিপিকে ভারতের জাতীয় মিষ্টি খাবার হিসেবে বিবেচিত করা হয়।

৪) প্রশ্নঃ বলুন তো প্রাথমিক তিনটি রঙ কোনটি?
উত্তরঃ লাল, হলুদ এবং নীল হল প্রাথমিক তিনটি রঙ।

৫) প্রশ্নঃ জানেন আমেরিকার জাতীয় খেলা কোনটি?
উত্তরঃ বেসবল হলো আমেরিকার জাতীয় খেলা।

৬) প্রশ্নঃ ভারতের কোন রেলস্টেশনটি সবচেয়ে ভুতুড়ে বলে পরিচিত?
উত্তরঃ পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার বেগুনকোদর রেলস্টেশনকে সবচেয়ে ভুতুড়ে রেল স্টেশন হিসেবে গণ্য করা হয়।

৭) প্রশ্নঃ কোন পাখিটি ‘পোস্টম্যান’ নামে বিখ্যাত?
উত্তরঃ কবুতর পায়রা ‘পোস্টম্যান’ নামেও পরিচিত।

৮) প্রশ্নঃ কোন রাজ্যে সর্বাধিক যমজ সন্তান জন্মগ্রহণ করে?
উত্তরঃ কেরালায় কোডিনহি নামক গ্রামের সর্বাধিক সংখ্যক যমজ সন্তানের জন্ম হয়। এ কারণে গ্রামটি যমজের গ্রাম নামেও পরিচিত।

৯) প্রশ্নঃ বলুন তো ভারতের সর্বোচ্চ জনবহুল রাজ্য কোনটি?
উত্তরঃ ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য হল উত্তরপ্রদেশ।

Image

১০) প্রশ্নঃ এমন কোন সবজিতে একটি দেশ, ভাষা ও জেলার নাম দেখা যায়?
উত্তরঃ আসলে এই সবজিটির নাম ঢেঁড়স, যাকে অনেকে ভিন্ডিও (BHINDI) বলে। যেখানে দেশের নাম (HIND), ভাষা (HINDI) আর জেলা (BHIND) রয়েছে।