Indian currency: কাগজ নয়, এই বস্তু দিয়ে তৈরি হয় ভারতীয় নোট! ৮০% মানুষের অজানা

Indian currency: দৈনন্দিন জীবনে প্রতিটি মানুষের আয় ব্যয় রয়েছে। কেউ আর্থিক লেনদেন করে অনলাইনে, কেউ আবার নগদ অর্থের বিনিময়ে। তবে প্রায় অধিকাংশ মানুষের ধারণা এই টাকা অর্থাৎ ভারতীয় মুদ্রা (Indian currency) তৈরি হয় কাগজ দিয়ে। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল।

শুনতে অবাক লাগলেও, নোট কিন্তু কাগজ দিয়ে তৈরি হয় না। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank of India) দেওয়া তথ্য অনুসারে, কাগজ দিয়ে কোন নোটই তৈরি হয় না। নোটগুলি তৈরি করা হয় বিশেষ এক ধরনের বস্তু দিয়ে, যা হল ১০০% কটন (cotton)।

Image

হালকা ও টেকসই হওয়ার কারণে শুধুমাত্র ভারতেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে নোট তৈরি হয় এই একই বস্তু দিয়ে। তবে এই নোট কিন্তু যে কেউ ছাপাতে পারে না। নোট ছাপানোর কেবল অনুমতি রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হাতে।

তবে নোট ছাপাতে কতটা পরিমাণ তুলো লাগে বা কি কি উপাদানের প্রয়োজন হয়, তা সম্পূর্ণভাবে গোপন থাকে। এ সত্ত্বেও যদি কেউ এই নোট ছাপিয়ে বাজারে বের করে, সেই জাল নোট ছাপানোর কারণে তার শাস্তিও হতে পারে।

তুলা দিয়ে তৈরি করার কারণ হলো যাতে নোটগুলি হাত বদল হওয়ার সময় ছিঁড়ে না যায়।। তবে কাগজ দিয়ে যদি নোট তৈরি করা হতো তাহলে কয়েকবার ব্যবহার করার পরেই তা নষ্ট হয়ে যেত। এই কারণে ভারতের পাশাপাশি বিদেশেও নোট তৈরি করা হয় একই পদ্ধতিতে।