GK প্রশ্ন : বিশ্বের কোন দেশটিতে ভারতের টাকা চলে? ৯৯% মানুষের অজানা

ভারতের টাকা বিশ্বের যে দেশটিতে চলে

Important GK : সরকারি হোক বা বেসরকারি যেকোনো ধরনের চাকরি পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক ঘটনাগুলি জেনে রাখা খুবই প্রয়োজন। সাধারণ জ্ঞান এমনই একটি বিষয় যার কোন নির্দিষ্ট সীমা নেই। এর মাধ্যমে দেশ-বিদেশের নানান তথ্য সম্পর্কে জানা যায়। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো।

১) প্রশ্নঃ পুরো পৃথিবীর একমাত্র কোন মেলা মহাকাশ থেকেও দেখা যায়?
উত্তরঃ কুম্ভ মেলা (Kumbh Mela)।

২) প্রশ্নঃ ভারতের প্রথম ভাসমান এটিএম কোথায় তৈরি হয়েছে?
উত্তরঃ জম্মু কাশ্মীরের ডাল লেক (Dal Lake)।

৩) প্রশ্নঃ কোন দেশে বাচ্চা জন্ম হলে সরকার থেকে বাচ্চাটিকে খেলনা দেওয়া হয়?
উত্তরঃ ফিনল্যান্ড।

৪) প্রশ্নঃ রাবণের সমাধি কোথায় রয়েছে?
উত্তরঃ শ্রীলঙ্কা (Sri Lanka) দেশের রাগেলার জঙ্গলের ৮,০০০ ফুট উচ্চতায় আছে রাবণের সমাধি।

৫) প্রশ্নঃ ভারতের কোথায় প্রতিবছর একটা করে ছেলের সাথে ছেলের বিয়ে দেওয়া হয়?
উত্তরঃ রাজস্থানের একটি গ্রামে।

৬) প্রশ্নঃ ভারতের জাতীয় পতাকা তেরঙ্গাতে অশোক চক্র কে লাগিয়েছিলেন?
উত্তরঃ ডঃ বি আর আম্বেদকার (Dr. Bhimrao Ambedkar)।

৭) প্রশ্নঃ ভারতের আগে পাকিস্তান কেন স্বাধীন হয়েছে?
উত্তরঃ ভারত ও পাকিস্তান (Pakistan) এই দুটি দেশ একসাথে স্বাধীন হয়েছিল। কিন্তু পাকিস্তান তাদের স্বাধীনতা দিবস একদিন এগিয়ে নিয়ে আসে।

৮) প্রশ্নঃ বিশ্বের কোন দেশটিতে সবচেয়ে বেশি বাঘ রয়েছে?
উত্তরঃ ভারতবর্ষ।

৯) প্রশ্নঃ আমাদের নাকে দুটি ছিদ্র থাকে কেন?
উত্তরঃ একটি ছিদ্র নিঃশ্বাস নেওয়ার জন্য আর একটা গন্ধ অনুভব করার জন্য। তবে কিছু সময় পরপর নাকের ছিদ্রগুলির কাজ পরিবর্তন হয়ে যায়।

১০) প্রশ্নঃ কোন প্রাণী জন্মের পর দু’মাস টানা ঘুমিয়ে কাটায়?
উত্তরঃ ভাল্লুকের বাচ্চা।

Image

১১) প্রশ্নঃ মানবদেহের সবচেয়ে বড় হাড়টি কোথায় থাকে?
উত্তরঃ মানুষের ঊরুতে।

১২) প্রশ্নঃ রকেটে কি ধরনের জ্বালানি ব্যবহৃত হয়?
উত্তরঃ তরল হাইড্রোজেন (Liquid Hydrogen)।

১৩) প্রশ্নঃ কোন গ্রহটির কোন উপগ্রহ নেই?
উত্তরঃ বুধের কোন উপগ্রহ নেই।

১৪) প্রশ্নঃ এয়ারপোর্টে নজরদারিতে পুলিশ রোবট রেখেছে কোন দেশে?
উত্তরঃ সিঙ্গাপুরে (Singapore)।

১৫) প্রশ্নঃ জানেন বিশ্বের কোন দেশটিতে ভারতের টাকা চলে?
উত্তরঃ নেপাল (Nepal)।