GK প্রশ্ন : জানেন কোন নদীর নাম অনুসারে ভারতবর্ষের নামকরণ করা হয়েছিল? 

ভারতবর্ষের নামকরণ হয়েছিল কোন নদীর নাম অনুসারে?

General Knowledge Quiz : ভারতবর্ষে অসংখ্য ছোট বড় নদী রয়েছে এবং এই নদী যেমন কৃষি ক্ষেত্রকে সবুজ করে তুলেছে আর অন্যদিকে নদীর তীরে গড়ে উঠেছে বড় বড় কলকারখানা। তবে আপনি কি জানেন কোন নদীর নাম অনুসারে ভারতবর্ষের নামকরণ করা হয়েছিল? এই প্রতিবেদনে এমনই কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ ভারতের কর্ণাটক রাজ্যটি পুরাতন নাম কি ছিল? 
উত্তরঃ ভারতের কর্ণাটক রাজ্যটির পুরাতন নাম ছিল মহীশূর।

২) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যটির নিজস্ব কোন হাইকোর্ট নেই? 
উত্তরঃ ভারতের গোয়া রাজ্যের নিজস্ব কোন হাইকোর্ট নেই।

৩) প্রশ্নঃ রাতের শেষভাগে এক কথায় কি বলা হয়? 
উত্তরঃ পররাত্র।

৪) প্রশ্নঃ ডুবে যাওয়া টাইটানিক জাহাজটি কে খুঁজে বের করেছিলেন? 
উত্তরঃ ডুবে যাওয়া টাইটানিক জাহাজটি খুঁজে বের করেছিলেন রবার্ট বালার্ড।

Image

৫) প্রশ্নঃ ভারতে সবথেকে বেশি কয়লা কোন কাজে ব্যবহৃত হয়? 
উত্তরঃ ভারতে সবথেকে বেশি কয়লা তাপবিদ্যুৎ উৎপাদনের ব্যবহৃত হয়।

৬) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি পাটকল আছে? 
উত্তরঃ পশ্চিমবঙ্গ রাজ্যে সবথেকে বেশি পাটকল আছে।

৭) প্রশ্নঃ ভারতে কোন ফল সবথেকে বেশি আমদানি করা হয়? 
উত্তরঃ ভারতে ফলের মধ্যে সবথেকে বেশি আপেল আমদানি করা হয়।

৮) প্রশ্নঃ বলুন তো ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি? 
উত্তরঃ ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম হলো মালদ্বীপ।

৯) প্রশ্নঃ কোন প্রাণীর তিনটি হৃৎপিণ্ড থাকে? 
উত্তরঃ অক্টোপাসের তিনটি হৃৎপিণ্ড থাকে।

Image

১০) প্রশ্নঃ জানেন কোন নদীর নাম অনুসারে ভারতবর্ষের নামকরণ করা হয়েছিল? 
উত্তরঃ সিন্ধুনদের নাম অনুসারে হিন্দুস্তান বা ভারতবর্ষের নামকরণ হয়েছিল।