ভারতবর্ষে বাস করেন কিন্তু জানেন এদেশের মোট কয়টি নাম আছে?

জানেন ভারতবর্ষের মোট কয়টি নাম রয়েছে?

General Knowledge Quiz : সরকারি হোক বা বেসরকারি যেকোনো ধরনের চাকরির ক্ষেত্রে সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর তথ্যগুলি জেনে রাখা অবশ্যই উচিত। এগুলি পড়তেও যেমন ভালো লাগে তেমন মনে রাখার জন্য মুখস্তও করতে হয় না। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে যা আপনার নলেজকে বুস্ট করতে পারে।

১) প্রশ্নঃ ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান কোনটি?
উত্তরঃ ভারতরত্ন (Bharat Ratna)।

২) প্রশ্নঃ মানুষের শরীরের কোন অঙ্গটি বিদ্যুৎ উৎপাদন করতে পারে?
উত্তরঃ মানুষের মস্তিষ্ক বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম।

৩) প্রশ্নঃ ভারতবর্ষকে অতীতে কী নামে ডাকা হতো?
উত্তরঃ সোনার পাখি।

৪) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে পেট্রোলের দাম জলের থেকেও সস্তা?
উত্তরঃ ভেনেজুয়েলা, কাতার, তুর্কমেনিস্তান, সৌদি আরবসহ আরও বেশ কয়েকটি দেশে।

৫) প্রশ্নঃ মসলার রানী বলা হয় কাকে?
উত্তরঃ এলাচ কে।

৬) প্রশ্নঃ মহাকাশ থেকে সূর্যকে কোন রঙের দেখায়?
উত্তরঃ সম্পূর্ণ সাদা রঙের দেখায়।

৭) প্রশ্নঃ পৃথিবীর কোন দেশের সবথেকে বেশি ডাকঘর দেখতে পাওয়া যায়?
উত্তরঃ ভারতবর্ষের সবথেকে বেশি পোস্ট অফিস রয়েছে।

৮) প্রশ্নঃ বিশ্বের কোন দেশকে মিনি পাঞ্জাব বলা হয়?
উত্তরঃ কানাডাকে।

Image

৯) প্রশ্নঃ ভারতের কোন শহরটি চামড়া শিল্পের জন্য বিখ্যাত?
উত্তরঃ কানপুর।

১০) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে এক দিনেরও কম সময়ে হেঁটে ঘুরে ফেলা যায়?
উত্তরঃ লিচটেনস্টাইন (Liechtenstein), যার আয়তন ১৬০ বর্গ কিলোমিটার।

১১) প্রশ্নঃ ফ্রিজের জল ঠান্ডা হয় কোন গ্যাসের কারণে?
উত্তরঃ অ্যামোনিয়া (Ammonia)।

১২) প্রশ্নঃ কোন মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়?
উত্তরঃ আফ্রিকা মহাদেশকে (African continent) অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। কারণ এখানকার ঘন জঙ্গল, দুর্গম পর্বত, খরস্রোতা নদী, উষ্ণ মরুভূমি ও অস্বাস্থ্যকর জলবায়ু এবং আদিম অধিবাসীদের প্রতিকূলতার কারণে।

১৩) প্রশ্নঃ ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়?
উত্তরঃ গুপ্ত বংশের সম্রাট সমুদ্রগুপ্তকে (Samudragupta) ভারতের নেপোলিয়ন বলা হয়।

১৪) প্রশ্নঃ ভারতের কোন শহরকে রূপোলী শহর বলা হয়?
উত্তরঃ ওড়িশার কটক (Cuttack) শহরকে ভারতের রূপোলী শহর বলা হয়।

১৫) প্রশ্নঃ ভারতবর্ষে বাস করেন কিন্তু জানেন এদেশের মোট কয়টি নাম আছে?
উত্তরঃ ভারতবর্ষের (India) ৭টি নাম রয়েছে। যথা : ইণ্ডিয়া, ভারত, হিন্দুস্তান, আর্যাবর্ত জম্বুদ্বীপ, ভারতখন্ড আর হিন্দ। যদিও বর্তমান সময় ভারতের তিনটি সরকারি নাম রয়েছে ইণ্ডিয়া, ভারত ও হিন্দুস্তান।