বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্লাটফর্মটি ভারতেই রয়েছে, হাঁটতে হাঁটতে পা ক্লান্ত হলেও শেষ হয় না!
জানেন বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্লাটফর্মটি কোথায় রয়েছে
Indian Railway: ভারতীয় রেল বিশ্বের চতুর্থ বৃহত্তম এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রেল নেটওয়ার্ক। রেলকে দেশের ‘লাইফলাইন’ বলা হয়। রেল সম্পর্কিত এমন অনেক তথ্য রয়েছে যা জানলে আপনি গর্বিত হবেন। তবে আপনি কি জানেন বিশ্বের দীর্ঘতম রেলের প্লাটফর্মটি কত লম্বা বা কোথায় অবস্থিত? আসলে এই প্লাটফর্মটি আর কোথাও নয়, আমাদের দেশেই রয়েছে।
দীর্ঘতম এই প্লাটফর্মটির দৈর্ঘ্য ১৩৬৬.৪ মিটার অর্থাৎ প্রায় দেড় কিলোমিটার। প্লাটফর্মটি এতটাই দীর্ঘ যে এর এক প্রান্ত থেকে হাঁটা শুরু করলে অন্য প্রান্ত পর্যন্ত পৌঁছাতে আপনি ক্লান্ত হয়ে পড়বেন, তবুও শেষ হবে না। বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্লাটফর্মটি হল উত্তর প্রদেশের গোরখপুর জংশন।
এটি ভারতের উত্তর-পূর্ব রেলের অধীনে রয়েছে। এই প্লাটফর্মের পুনঃনির্মাণের কাজ ২০১৩ সালে শেষ হয়েছিল, যার পরে এটি লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা পায়। এই রেলওয়ে জংশনের প্ল্যাটফর্ম নম্বর ১ ও ২ এর সম্মিলিত দৈর্ঘ্য ১৩৬৬.৪ মিটার। পৃথিবীতে এত দীর্ঘ প্লাটফর্ম আর কোথাও নেই।
যদিও এর আগের দীর্ঘতম প্লাটফর্মটি ছিল ভারতের দখলেই। এটি পশ্চিমবঙ্গের খড়গপুর প্ল্যাটফর্ম, যার দৈর্ঘ্য ১০৭২.৫ মিটার। যাইহোক পুনঃনির্মিত হওয়ার পর গোরখপুর জংশনের প্ল্যাটফর্ম নম্বর ১ ও ২ এর সম্মিলিত দৈর্ঘ্য এটিকে ছাড়িয়ে যাওয়ার পরে এটি বিশ্বের দীর্ঘতম প্লাটফর্মের মুকুটটি ছিনিয়ে নেয়।
এক প্রতিবেদনে বলা হয়েছে, গোরখপুর রেলওয়ে জংশনের প্ল্যাটফর্মটি এতটাই বড় যে সেখানে ২৬টি বগিসহ দুটি ট্রেন একসাথে পার্ক করা যায়। এই স্টেশনের প্রতিদিন অসংখ্য ট্রেন যাতায়াত করে। এখানে প্রতিদিন ১৭০টি ট্রেন এই জংশন দিয়ে যায়। তবে লোকেরা যখন জানতে পারেন যে তাদের ট্রেন বিশ্বের দীর্ঘতম প্লাটফর্মে দাঁড়িয়ে আছে, তখন তারা অবাক হয়ে যায়।