চীনকে শিক্ষা দিতে লাদাখ সীমান্তে বিশ্বের শক্তিশালী T-90 ভীষ্ম ট্যাঙ্ক মোতায়েন করল ভারত

গত ১৫ জুন পূর্ব লাদাখ সীমান্তে ভারতীয় সেনা নিয়ে উত্তেজনা ছড়িয়ে ছিল তা এখনো সেই রেশ কাটেনি। দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের বৈঠকের পরে দুই শিবিরের সেনার ব্যাপারে একমত হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত লালফৌজের দল তা মানবে কিনা তা সন্দেহ রয়েছে। আর এমনই পরিস্থিতিতে ভারত বড়োসড়ো পদক্ষেপ নিল।

Ladakh standoff: India plans to match Chinese mobilisation, says ...

খবর সূত্র জানা গেছে, এমন পরিস্থিতিতে পূর্ব লাদাখ সীমান্তে ভারত মোতায়েন করেছে বিশ্বের অন্যতম শক্তিশালী T-90 ভীষ্ম ট্যাঙ্ক। স্থল যুদ্ধে এখনো পর্যন্ত এই ট্যাংকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ট্যাঙ্ককে বলে মনে করা হচ্ছে।

উত্তেজনার কথা ভেবেই প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনারা T-90 ভীষ্ম ট্যাঙ্ক নিয়ে গিয়েছিল। আগে ভাবা হয়েছিল যে এমন পরিস্থিতিতে চীন আরো উদ্বেগ বাড়িয়ে খারাপের দিকে নিয়ে যেতে পারে। ২০ জন ভারতীয় সেনা শহীদ হওয়ার পরেই চীনকে পাল্টা জবাব দিতে ভারতীয় সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। গতকালই সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে লাদাখে পৌঁছে গিয়েছেন।

India deploys T-90 Bhishma tank in Ladakh amid border row with ...

খবর সূত্রে আরও জানা গিয়েছে যে, গত মে মাস থেকে চীন যুদ্ধ সরঞ্জাম করছিল সীমান্তে। শুধু তাই নয় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে তিব্বতে একটি রানওয়ে তৈরি করছে চীন। এর পাশাপাশি মোতায়েন করেছে ফাইটার জেটও। এছাড়াও চীনের হাতে রয়েছে T-95 ট্যাঙ্ক, এর ক্ষমতা প্রায় T-90 ট্যাঙ্ক এর সমান সমান। স্বাভাবিকভাবেই সীমান্ত উত্তেজনা বাড়তে চলেছে বলে ধরা যায়।

তাহলে চলুন জেনে নেওয়া যাক T-90 ভীষ্ম ট্যাঙ্কের কি কি ক্ষমতা রয়েছে –

১) T-90 ভীষ্ম এক ট্যাঙ্ক হলো ভারতের স্থলে যুদ্ধের অন্যতম শক্তিশালী একটি ব্যাটল ট্যাঙ্ক।

২) জৈব এবং রাসায়নিক অস্ত্র প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে এর মধ্যে।

৩) মাত্র এক মিনিটের মধ্যে ৮টি ফায়ার সেল করার ক্ষমতা রয়েছে এর মধ্যে।

৪) প্রধান কামানের মাপ ১২৫ এমএম।

৫) এই ট্যাঙ্কটি প্রায় ৬ কিলোমিটারেরও বেশি দূর পর্যন্ত মিসাইল ছুড়তে পারে।

৬) এটি দুনিয়ার অন্যতম শক্তিশালী হলেও সবচেয়ে হালকা ওজনের ট্যাঙ্ক। এর ওজন মাত্র ৪৮ টন।

৭) ২৪ ঘণ্টায় লড়াই করার ক্ষমতা রয়েছে এর মধ্যে।

৮) এই ট্যাঙ্কের মধ্যে ১০০০ হর্সপাওয়ারের ইঞ্জিন রয়েছে।

৯) এটি মিসাইল প্রতিরোধে খুবই ভালো কাজ করে।

১০) এই ট্যাঙ্কটির গতিবেগ ঘণ্টায় প্রায় ৭২ কিলোমিটার।

১১) এই ট্যাঙ্কটি একটানা ৫৫০ কিলোমিটার ছুটতে পারে।

১২) বিশেষজ্ঞদের মতে এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ট্যাঙ্ক।

এছাড়াও, চীনের তুলনায় ভারতের ট্যাঙ্ক এর সংখ্যা অনেক বেশি। ভারতের কাছে রয়েছে মোট ৪২৯২ টি ট্যাঙ্ক। সেখানে চীনের কাছে রয়েছে মাত্র ৩৫০০টি ট্যাঙ্ক।