GK : জানেন বাংলা ভাষার জন্ম কোথা থেকে হয়েছে? ৯৯% মানুষ উত্তর দিতে ব্যর্থ

কোথা থেকে জন্ম হয়েছে আমাদের মাতৃভাষা বাংলার?

General Knowledge Quiz : আমাদের দেশের যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে। আপনি যদি ভালোভাবে এ বিষয়ে প্রস্তুতি নেন তাহলে অবশ্যই ইন্টারভিউতে বাজিমাত করতে পারেন। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল যা আপনার অনেক সহায়ক হতে পারে।

১) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের রাড় অঞ্চলে প্রধানত কোন মাটি পাওয়া যায়?
উত্তরঃ লালমাটি।

২) প্রশ্নঃ আপনি কি জানেন নন্দা দেবী পর্বতশৃঙ্গ কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ উত্তরাখণ্ড (Uttarakhand)।

৩) প্রশ্নঃ শীতকালে হ্যান্ড পাম্পে জল গরম বের হবার কারণ কী?
উত্তরঃ আসলে, শীতকালে যখন প্রচণ্ড ঠাণ্ডা পড়ে তখন সেই ঠান্ডার প্রভাব ভূগর্ভস্থ জলে পড়ে না। এমন পরিস্থিতিতে হ্যান্ড পাম্পের সাহায্যে যখন জল অপসারণ করা হয়, তখন তা মাটির উপরে থাকা সাধারণ জলের তুলনায় অনেক বেশি গরম মনে হয়।

৪) প্রশ্নঃ ভারতে সন্ত্রাসবিরোধী দিবস কবে পালিত হয়?
উত্তরঃ ভারতে প্রতি বছর ২১ মে পালিত হয় সন্ত্রাসবিরোধী দিবস।

৫) প্রশ্নঃ ভারতের জাতীয় সঙ্গীত ছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore) অন্য কোন দেশের জাতীয় সঙ্গীত রচনা করেন?
উত্তরঃ বাংলাদেশ।

৬) প্রশ্নঃ সৌরজগতের গ্রহের ক্রমানুসারে বুধ ও পৃথিবীর মধ্যে কোন গ্রহটি আসে?
উত্তরঃ  শুক্র গ্রহ (Venus)।

৭) প্রশ্নঃ ভারতের সবচেয়ে বেশি জাফরান উৎপাদনকারী রাজ্য কোনটি?
উত্তরঃ জম্মু ও কাশ্মীর হলো সবচেয়ে বেশি জাফরান (Saffron) উৎপাদনকারী রাজ্য।

৮) প্রশ্নঃ বাতাসের গতি পরিমাপকারী যন্ত্রের নাম কী?
উত্তরঃ অ্যানিমোমিটার (Anemometer) হল বাতাসের গতি পরিমাপক যন্ত্র।

৯) প্রশ্নঃ জম্মু ও কাশ্মীরে উরি বাঁধ (Uri Dam) কোন নদীর উপর অবস্থিত?
উত্তরঃ ঝিলম নদী।

১০) প্রশ্নঃ বাংলা ভাষার (Bengali Language) জন্ম কোথা থেকে হয়েছে?
উত্তরঃ আসলে, আমাদের মাতৃভাষা বাংলার জন্ম হয়েছে মাগধী অপভ্রংশ (Magadhi Apabhramsa) থেকে।