সাধারণ জ্ঞান কুইজ: কোন দেশে কয়েদির অভাবে জেলগুলি বন্ধ হয়ে গেছে?

কয়েদির অভাবে জেলগুলি বন্ধ হয়ে গেছে কোন দেশে

General Knowledge Quiz: আজকাল সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের প্রশ্ন, কুইজ, ধাঁধা ভাইরাল হয়। অথচ এই প্রশ্নগুলি বিভিন্ন ইন্টারভিউ এবং সরকারি পরীক্ষাতেও জিজ্ঞাসা করা হয়। এমনকি এই ধরনের প্রশ্নগুলি কৌতূহল উদ্দীপক হওয়ার কারণে সাধারণ মানুষও এগুলো সম্পর্কে জানতে চান। যাইহোক এই প্রতিবেদনে বেশ কয়েকটি প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে যা আপনার নলেজকে বুস্ট করতে সাহায্য করবে।

১) প্রশ্নঃ বিখ্যাত শিল্পকর্ম মোনালিসার ছবিটি কে এঁকেছেন? 
উত্তরঃ লিওনার্দো দা ভিঞ্চি।

২) প্রশ্নঃ আমেরিকা আবিষ্কার করেন কে?
উত্তরঃ ক্রিস্টোফার কলম্বাস।

৩) প্রশ্নঃ কানাডার রাজধানীর নাম কি?
উত্তরঃ আটোয়া।

৪) প্রশ্নঃ যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন?
উত্তরঃ জর্জ ওয়াশিংটন

৫) প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে দামি মশলা কোনটি?
উত্তরঃ জাফরান।

৬) প্রশ্নঃ কোন পাখির মস্তিষ্ক তার চোখে চেয়েও ছোট?
উত্তরঃ উটপাখি।

৭) প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে শক্তিশালী কামড় দিতে পারে কোন স্তন্যপায়ী প্রাণী?
উত্তরঃ জলহস্তী।

Image

৮) প্রশ্নঃ হিন্দুস্থান অর্গানিক লিমিটেড কোথায় অবস্থিত?
উত্তরঃ মহারাষ্ট্র।

৯) প্রশ্নঃ হাইড্রোজেন কে আবিষ্কার করেন?
উত্তরঃ হেনরি ক্যাভেন্ডিস।

১০) প্রশ্নঃ ক্লোরোফিলের কোন ধাতু পাওয়া যায়?
উত্তরঃ ম্যাগনেসিয়াম।

১১) প্রশ্নঃ সবুজ বিপ্লবের ফলে কোন ফসলটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল?
উত্তরঃ গম।

১২) প্রশ্নঃ বলুন তো কোন পাখি শুধুমাত্র বৃষ্টির জল পান করে?
উত্তরঃ চাতক পাখি শুধুমাত্র বৃষ্টি জল পান করে। এরা সারা বছর বৃষ্টির পানে চেয়ে থাকে।

Image

১৩) প্রশ্নঃ হরপ্পা সভ্যতার কোন স্থানটি ‘মৃতের ঢিবি’ নামে পরিচিত?
উত্তরঃ মহেঞ্জোদারো।

১৪) প্রশ্নঃ সেলসিয়াস স্কেলকে আগে কি বলা হতো?
উত্তরঃ সেন্টিগ্রেড স্কেল।

১৫) প্রশ্নঃ কোন দেশে কয়েদির অভাবে জেলগুলি বন্ধ হয়ে গেছে?
উত্তরঃ রিপোর্ট অনুযায়ী, নেদারল্যান্ডে কয়েদির অভাবে ১৯টি জেল বন্ধ হয়ে গেছে।