GK : কোন দেশে ফাঁসির সাজা হলে অপরাধীকে দিনক্ষণ জানানো হয় না?

অপরাধী ফাঁসির সাজা হলে তাকে দিনক্ষণ জানানো হয় না কোন দেশে?

General Knowledge Quiz : বর্তমানে যেকোনো চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর খুবই প্রয়োজন যা কারোরই অজানা নয়। এসএসসি, ব্যাংকিং, রেলওয়ে এবং আরো অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলি জিজ্ঞাসা করা হয়। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে, যেগুলি নোট করে রাখতে পারেন।

১) প্রশ্নঃ কোন দেশে টাকার বিনিময়ে অপরাধীর বদলে অন্য মানুষকে জেলে পাঠানো হয়?
উত্তরঃ চীন দেশে টাকার বিনিময়ে অপরাধীর বদলে অন্য মানুষকে জেলে পাঠানো হয়।

২) প্রশ্নঃ কত বছর পর থেকে বৃদ্ধ জীবন শুরু হয়?
উত্তরঃ ৬০ বছরের পর থেকে বৃদ্ধ জীবন শুরু হয়।

৩) প্রশ্নঃ কোন দেশে টাকার পরিবর্তে গার্লফ্রেন্ড ভাড়া পাওয়া যায়?
উত্তরঃ চীন দেশে টাকার পরিবর্তে গার্লফ্রেন্ড ভাড়া পাওয়া যায়।

৪) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে হাওয়াই চপ্পল পরে গাড়ি চালানো অপরাধ?
উত্তরঃ স্পেন দেশে হাওয়াই চপ্পল পরে গাড়ি চালানো আইনত নিষিদ্ধ ও অপরাধ।

৫) প্রশ্নঃ ভারতের কোন গ্রামে দুধ বিক্রি করা মহাপাপ?
উত্তরঃ আগ্রার তাজমহল থেকে প্রায় ২ কিলোমিটার দূরে অবস্থিত কুয়া খেদা নামক গ্রামে দুধ বিক্রি করাকে পাপ মনে করা হয়।

৬) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে বিয়ে না হলে চুল বড় করা যায় না?
উত্তরঃ উত্তর কোরিয়ায় বিয়ে না হলে চুল বড় করা যায় না, তাই চুল বড় রাখতে হলে প্রথমে বিয়ে করতে হবে।

Image

৭) প্রশ্নঃ কোন ব্রিজ রাত বারোটার সময় বন্ধ রাখা হয়?
উত্তরঃ হাওড়া ব্রিজ দুপুর ও রাত বারোটার সময় কয়েক মিনিটের জন্য বন্ধ করে দেওয়া হয়।

৮) প্রশ্নঃ ভগবত গীতা প্রথম ইংরেজিতে অনুবাদ করেন কে?
উত্তরঃ স্যার চার্লস উইলকিন্স ভগবত গীতা প্রথম ইংরেজিতে অনুবাদ করেছিলেন।

৯) প্রশ্নঃ পাকিস্তানের দীর্ঘতম নদীটির নাম কী?
উত্তরঃ পাকিস্তানের দীর্ঘতম নদীটির নাম হলো সিন্ধু নদী।

১০) প্রশ্নঃ কোন দেশে ফাঁসির সাজা হলে অপরাধীকে দিনক্ষণ জানানো হয় না?
উত্তরঃ চীন দেশে কারও ফাঁসির সাজা হলে তাকে দিনক্ষণের কথা জানানো হয় না, যাতে সে প্রতিদিন সকালে উঠে ভাবে, এটাই হয়তো তার জীবনের শেষ দিন।