ওয়ানডে-তে ৪ বার কোন ভারতীয় ব্যাটসম্যানের রান প্রতিপক্ষ দলের চেয়েও বেশি ছিল

সারা বিশ্বজুড়ে ভারতীয় ব্যাটসম্যানেরা প্রশংসিত। শচীন টেন্ডুলকার থেকে শুরু করে বর্তমানে বিরাট কোহলি, রোহিত শর্মার মতো অনেক প্রতিভাবান ক্রিকেটার পেয়েছে ভারতীয় দল। তবে এমন চারবার সুযোগ এসেছিল যেখানে ৪ জন ভারতীয় ব্যাটসম্যানের রান প্রতিপক্ষ দলের চেয়েও বেশি ছিল।

👉🏻 এবার সেই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক:-

শচীন টেন্ডুলকার: ১৫২ রান

Indra Vikram Singh's heritage and myriad strokes: The Cricket World Cup –  Dream Team…..1. Sachin Tendulkar : Excerpt from Indra Vikram Singh's  forthcoming book 'Indian Spring'

২০০৩ বিশ্বকাপে মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার নামিবিয়ার বিপক্ষে ১৫২ রানের একটি অসাধারণ ইনিংস খেলেছিলেন। ৩১১ রানের বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে নামিবিয়া দল ব্যাট করতে নেমে মাত্র ১৩০ রানে গুটিয়ে যায়। 

যুবরাজ সিং: ১০২* রান

Wanted more opportunities to play Test cricket: Yuvraj Singh

২০০৩ সালে টিভিএস কাপে বাংলাদেশের বিপক্ষে ভারতীয় মিডল অর্ডার ব্যাটসম্যান যুবরাজ সিং ১০২ রানের একটি স্মরণীয় ইনিংস খেলেছিলেন। এরপর বাংলাদেশ দল ২৭৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে মাত্র ৭৬ রানে অলআউট হয়ে যায়।

রোহিত শর্মা: ১৬২ রান

India vs West Indies, 5th ODI: Rohit Sharma fastest to 200 ODI sixes

২০১৮ সালে ভারতীয় ওপেনার রোহিত শর্মা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৩৭ বলে ১৬২ রানের একটি বিস্ফোরক ইনিংস খেলেছিলেন। এরপর ওয়েস্ট ইন্ডিজ দল ৩৭৮ রানের বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে মাত্র ১৫৩ রানে গুটিয়ে যায়।

রোহিত শর্মা: ২৬৪ রান

This day, that year: When Rohit Sharma hit record-breaking 264 runs in ODI  - The Statesman

২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে রোহিত শর্মা ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড করেছিলেন। তার ২৬৪ রানের দৌলতে ভারতীয় দল ৪০৪ রান তোলে। এরপর শ্রীলঙ্কান ব্যাটসম্যানেরা ব্যাট করতে নেমে ২৫১ রানে অলআউট হয়ে যায়।