বিশ্বের ৫ বোলার যারা তাদের পুরো ক্যারিয়ারে একটিও ‘নো বল’ করেন নি

আইসিসির নতুন রুলস অনুযায়ী নো বল করলেই ফ্রি হিট দেওয়া হয়। তবে কখনো কখনো একটি নো বল ম্যাচের পুরো চেহারা বদলে দিতে পারে। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে জসপ্রীত বুমরাহের একটি নো বল কাল হয়ে দাঁড়িয়েছিল এবং ওই ম্যাচে ফখর জামান দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে পাকিস্তানকে চ্যাম্পিয়ন করে। 

👉🏻 এবার দেখে নেওয়া যাক, যে ৫ বোলার তাদের ক্যারিয়ারে কখনো নো বল করেন নি:-

১) কপিল দেব:

Kapil paaji, and England's umbrella

১৯৮৩ বিশ্বকাপে ভারতীয় দলকে প্রথম বার চ্যাম্পিয়ন করা অধিনায়ক তথা বিখ্যাত অলরাউন্ডার কপিল দেব তার ক্যারিয়ারে একটিও নো বল করেন নি। দীর্ঘ ১৬ বছর ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেন এবং ১৩১টি টেস্ট ও ২২৫ টি ওডিআই ম্যাচ খেলেছিলেন।

২) ইয়ান বোথাম:

Cricket Quiz: How Well Do You Know Ian Botham's career?

ইংল্যান্ড দলের হয়ে বিশেষ অবদান রাখা দুর্দান্ত অলরাউন্ডার ইয়ান বোথামও তার পুরো ক্রিকেট ক্যারিয়ারে একটিও নো বল করেন নি। তিনি ১০২টি টেস্ট এবং ১১৬টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

 

৩) ল্যান্স গিবস:

When I'm 84

৭০-৮০ দশকে ওয়েস্ট ইন্ডিজ গোটা ক্রিকেট বিশ্বে রাজত্ব করত, সেই সময়ের দুরন্ত বোলার ছিলেন ল্যান্স গিবস। ক্যারিবিয়ান দলের হয়ে দীর্ঘদিন প্রতিনিধিত্ব করা এই খেলোয়াড় ৭৯টি টেস্ট এবং ৩টি ওডিআই খেলছেন, তবে কখনও একটিও নো বল করেন নি।  

৪) ডেনিস লিলি:

The Summer Dennis Lillee Emerged As A Fast Bowling Star | Wisden

অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ডেনিস লিলি একজন অলরাউন্ডার হওয়ার পাশাপাশি দুর্দান্ত ফাস্ট বোলারও ছিলেন। তিনি ক্যাঙ্গারুদের হয়ে ৭০টি টেস্ট ম্যাচ খেলেন তবে কখনও একটিও নো বল করেন নি।

৫) ইমরান খান:

WATCH: PM Imran Khan's cricket debut 50 years ago

১৯৯২ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান তার সময়ের সেরা অলরাউন্ডার ছিলেন। পরিসংখ্যানের কথা বললে, তিনি পাকিস্তানের হয়ে ৮৮টি টেস্ট এবং ১৭৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তবে কখনও একটিও নো বল করেন নি।