ভারত ও পাকিস্তান উভয় দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন এই ৩ জন খেলোয়াড়

প্রায় দেড়শ বছরের ক্রিকেট ইতিহাসে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলি বিশ্বাস করা খুবই কঠিন। এর মধ্যে কিছু ঘটনা রয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। আসলে ১৯৩২ সালে ভারত যখন আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিল সেই সময় পাকিস্তান নামে কোনও দেশের জন্মই হয়নি। ১৯৪৭ সালে দেশবিভাগের পর কিছু খেলোয়াড় পাকিস্তানের অংশে চলে যায় এবং পরবর্তীকালে তারা সে দেশের হয়ে খেলা শুরু করেন। 

এই প্রতিবেদনে এমনই ৩ জন খেলোয়াড়ের কথা বলা হয়েছে, যারা ভারত ও পাকিস্তান উভয় দেশের হয়ে খেলেছেন: 

১) আমির এলাহী: 

আমির এলাহী ১৯০৮ সালে লাহোরে জন্মগ্রহণ করেছিলেন। দেশভাগের আগে তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক করেন। কিন্তু দেশভাগের পর তিনি পাকিস্তানের অংশে চলে যান এই লেগ স্পিনার। এরপর ১৯৫২ সালে তিনি পাকিস্তানের হয়ে প্রথম ম্যাচটি ভারতের বিপক্ষেই খেলেছিলেন। 

২) আব্দুল হাফিজ কারদার: 

আব্দুল হাফিজ কারদার ১৯২৫ সালে লাহোরে জন্মগ্রহণ করেন। তখন লাহোর ভারতের অংশ ছিল এবং এরপর তার টেস্ট ক্রিকেটে অভিষেক হয়। ভারতের হয়ে ৩টি টেস্ট ম্যাচ খেলার পর তিনি পাকিস্তানের অংশে চলে যান এবং সে দেশের হয়ে খেলা শুরু করেন ও অধিনায়ক হয়েছিলেন। 

৩) গুল মহম্মদ:

ভারতের হয়ে গুল মহম্মদের টেস্ট ক্রিকেটে অভিষেক হয় ১৯৪৬ সালে এবং দেশ বিভাগের পর তিনি পাকিস্তানের অংশে চলে যান। এর প্রায় ১০ বছর পর পাকিস্তানে হয়ে খেলার সুযোগ পান। তিনি ১১৮টি প্রথম শ্রেণীর ম্যাচ খেললেও আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি সাফল্য পাননি। পাকিস্তানের হয়ে মাত্র ৪টি টেস্ট খেলার সুযোগ পেয়েছিলেন।