আপনার স্মার্টফোনটি চুরি হয়ে গেলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে প্রথমেই যা করবেন

ডিজিটাল যুগে মানুষ বেশিরভাগ নিজের স্মার্টফোন ব্যবহার করে পেমেন্ট করেন। এই কারণে চোরেরা আপনার ফোন চুরি করার পরে আপনার ব্যাঙ্কের বিশদ জানতে চায়। একবার এক ব্রাজিলিয়ান অপরাধী স্বীকার করেছিলেন যে ফোন চুরি করার পর তিনি ওই ফোনের মালিকের ব্যাঙ্কের তথ্য নিয়ে অর্থ চুরি করতেন। এটি রুখতে প্রথমে আপনাকে কয়েকটি পদ্ধতি অনুসরণ করতে হবে যাতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সুরক্ষিত থাকে।

👉🏻 এবার দেখে নেওয়া যাক:-

১) প্রথমেই নিজের SIM কার্ড ব্লক করুন: আপনার ফোনটি চুরি হয়ে গেলে সবার প্রথমে অন্য ফোন থেকে নিজস্ব টেলিকম অপারেটর ফোন করে সিমটি ব্লক করতে হবে। এর ফলে ওই সিম কার্ডে কোন ওটিপি আসবে না এবং কারোর পক্ষে আর ঐ সিমটি ব্যবহার করা সম্ভব হবে না।

২) মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ করুন: স্মার্ট ফোনটি হারিয়ে গেলে ব্যাঙ্কিং পরিষেবা অ্যাকসেস বন্ধ করে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। যেকোনো লেনদেনের ক্ষেত্রে ওই মোবাইল নম্বরে ওটিপি আসে। তাই চুরি হয়ে যাওয়ার সাথে সাথেই মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা ব্লক করে দিন।

৩) UPI পেমেন্ট নিষ্ক্রিয় করুন: ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ হওয়ার সাথে সাথে UPI-র অর্থপ্রদানও নিষ্ক্রিয় হয়ে যাবে। কিন্তু চোরেরা অন্য উপায় খুঁজতে শুরু করবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত UPI পেমেন্ট পরিষেবা নিষ্ক্রিয় করে দিন।

৪) সমস্ত মোবাইল ওয়ালেট ব্লক করুন: মানুষের জীবনকে মোবাইল ওয়ালেটগুলি অনেকটাই সহজ করে তুলেছে। তবে গুগল পে, ফোন পে-র মত পরিষেবাগুলি যদি কোন ভুল ব্যক্তির হাতে পড়ে তাহলে সমস্ত টাকা উধাও হয়ে যেতে পারে। এই কারণে ফোনটা চুরি হয়ে যাওয়ার সাথে সাথেই ওই অ্যাপ্লিকেশনগুলি কাস্টমার কেয়ারে কল করে ব্লক করে দিন।  

তবে এর পরে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল – পুলিশের কাছে অভিযোগ দায়ের করা। FIR-এর কপি নিতে ভুলবেন না, যাতে ফোনটির অপব্যবহারের ক্ষেত্রে আপনার কাছে প্রমাণ থাকে।